দক্ষিণবঙ্গ

সিউড়িতে ৮৭ কোটির জলপ্রকল্পের উদ্বোধন সাংসদ ও জেলাশাসকের

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রায় ৮৭কোটি টাকায় সিউড়িতে জলপ্রকল্পের শিলান্যাস করলেন সাংসদ ও জেলাশাসক। সোমবার পুরসভা ভবনে একটি অনুষ্ঠানে আম্রুত-২ প্রকল্প শুরু হয়েছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই সিউড়ি শহরের জলকষ্ট দূর হবে বলে পুরসভা দাবি করেছে। তবে এত কিছু করেও শহরবাসীর মন না পাওয়ার আক্ষেপ শোনা গেল সাংসদ শতাব্দী রায়ের গলায়।
এদিন অনুষ্ঠানে সাংসদ ছাড়াও জেলাশাসক বিধান রায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, মহকুমাশাসক(সদর) সুপ্রতীক সিনহা ও পুরসভার কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। ৫০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। এদিন আবদারপুরে নতুন প্রকল্পে জলের বোরিংয়ের কাজ শুরু হয়েছে। শহরের প্রায় ২৫ শতাংশ মানুষ জলকষ্টে ভোগেন। সেকথা মঞ্চ থেকে স্বীকার করে নেন চেয়ারম্যান। তিনি বলেন, এখন শহরের জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৩৫ হাজার। দেখা যাচ্ছে, দু’বছর আগে যে কয়েকটি এলাকা শহরে ঢুকেছে, সেগুলিতে জলকষ্ট রয়েছে। শহরের প্রায় ২৫ শতাংশ মানুষ এই সমস্যায় ভোগেন। এই প্রকল্প হলে সব সমস্যা মিটে যাবে।
জেলাশাসক এই প্রকল্পের সমস্ত তথ্য জনসমক্ষে তুলে ধরেন। তিনি বলেন, এখন শহরে আমরা রোজ গড়ে ৩.৪৫ মিলিয়ন লিটার জল সরবরাহ করি। এই প্রকল্পের কাজ শেষ হলে রোজ ১৭ মিলিয়ন লিটার করে জল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্যমাত্রা। প্রায় ১০কিমি পাইপলাইন বসানো হবে। সেজন্য শহরের নানা জায়গায় খোঁ‌ড়াখুঁড়ির দরকার হবে। মানুষকে জল অপচয় বন্ধ করতে অনুরোধ করব।
বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী জেলার দুই বিধায়ককে পুরসভাগুলি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। সেই কাজ চলছে। সিউড়ি শহরের ভোল অনেকটাই বদলেছে। আরও কাজ করতে হবে। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকার সমপরিমাণ টাকা দিলেও সেটা পুরসভা উল্লেখ করেনি। এটাই দ্বিচারিতা।
এদিন সাংসদ শতাব্দীর গলাতে শোনা গেল আক্ষেপের সুর। তিনি বলেন, সিউড়িতে আসতে আমার ভয় লাগে। কেননা, এলেই শুনতে হয় দিদি জল পাচ্ছি না। জলের ব্যবস্থা করুন। আশা করি, এই প্রকল্পের কাজ শেষ হলে সেই সমস্যা মিটে যাবে। মানুষকে বলব, জনপ্রতিনিধিদের একটু সময় দিন। তাঁরা সবাই কাজ করছেন। আমাদের কাজে আরও উৎসাহিত করতে ভোটবাক্সে ভোট দেওয়াটাও জরুরি। কার্যত, ঘুরিয়ে শহর এলাকা থেকে কম ভোট পাওয়ার আক্ষেপই ব্যক্ত করলেন সাংসদ। -নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা