দক্ষিণবঙ্গ

ধর্মের নামেই টাকা তুলে  যৌন বিলাসিতা ধর্মগুরুর, দানের টাকায় একাধিক রিসর্টের মালিক

সংবাদদাতা, কাটোয়া: ধর্মের নামে মহিলাদের সরলতার সুযোগে যৌন কেলেঙ্কারির অভিযোগে ধৃত গডম্যান রামরহিম বা আশারাম বাপুদের কীর্তি সবার জানা। মঙ্গলকোটের যুবতীর সঙ্গে সহবাস করে প্রতারণায় অভিযুক্ত মহারাজ গোবিন্দবল্লভ শাস্ত্রীর বিরুদ্ধেও নানা অভিযোগ উঠছে। ধর্ম ভাঙিয়ে ভক্তদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ‘প্রণামী’ নিতেন গোবিন্দবল্লভ। সেই টাকায় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিলেন। মন্দির গড়ার নামে টাকা তুলে সেই টাকায় একাধিক রিসর্ট, বিলাসবহুল বাড়ি গড়েছেন। রিসর্টে মহিলাদের আনাগোনা ছিল বলেও অভিযোগ। প্রসঙ্গত, মঙ্গলকোটের এক যুবতী গত ২০জুলাই গোবিন্দবল্লভের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। পুলিসকে তিনি জানান, আশ্রমে রাখার টোপ দিয়ে বৃন্দাবনের ওই মহারাজ মেদিনীপুরের পাঁশকুড়া ও নন্দীগ্রামে ধর্মীয় পাঠ শুনতে ডেকে সহবাস করেন। ধর্মগুরু ও তাঁর স্ত্রী ওই যুবতীকে আত্মহত্যার প্ররোচনাও দেন বলে অভিযোগ। এরপরেই কয়েক মাস আগে ওই যুবতী নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টও মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে।
মঙ্গলকোট থানার পুলিসের হাতে গ্রেপ্তারের পর গোবিন্দবল্লভের কীর্তি ফাঁস করেছেন নির্যাতিতা যুবতী। তাঁর দাবি, ট্রাস্টের নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন গোবিন্দবল্লভ। সেই টাকায় বীরভূমের খয়রাশোলে রিসর্ট গড়া হয়েছে। ভাঙড়ে প্রাসাদোপম বাড়ি তৈরি করা হয়েছে। পাশাপাশি বৃন্দাবনেও বিশালাকার প্রাসাদ গড়েছে। অনেকে বিশ্বাস করে তাঁকে মন্দির করার জন্য টাকা দিয়েছিলেন। নির্যাতিতার দাবি, ইউপিআই ও নগদে টাকা লেনদেন হতো। এমনকী ওই যুবতীর কাছ থেকেও দেড় লক্ষ টাকা ‘প্রণামী’ নিয়েছিলেন। ওই টাকায় মন্দির ও আশ্রম তৈরি করে সেখানেই মঙ্গলকোটের ওই যুবতীকে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 
নির্যাতিতার আরও অভিযোগ, এর আগে ২০১১সালে পাঞ্জাবের আনন্দপুরে এক কিশোরীকে আশ্রমে ঠাঁই দেওয়ার প্রলোভন দেখিয়ে সহবাস করেছিলেন মহারাজ। কিশোরী তিনবার গর্ভবতী হয়ে পড়ে। ওই কিশোরী পুলিসে অভিযোগ করে। ২০২৩ সালের নভেম্বর মাসে বৃন্দাবনে গ্রেপ্তার হয়েছিলেন গোবিন্দবল্লভ। নির্যাতিতা বলেন, আমাকে প্রার্থনার আসরের নামে একাধিক জায়গায় ডেকে নিয়ে গিয়ে সহবাস করেন। গত ২৬সেপ্টেম্বর আমার বাড়িতে লোক পাঠিয়ে মামলা তুলতে টাকার টোপ দেওয়া হয়। ১০-২৫ লক্ষ টাকার লোভ দেখানো হয়। কিন্তু আমি মামলা তুলব না। এদের একটা বড় র‌্যাকেট রয়েছে। সেখানে অনেকেই জড়িত রয়েছে। আমি চাই মানুষের কাছ থেকে প্রণামী হিসেবে যে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে তা সরকার যেন বাজেয়াপ্ত করে। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তি নিয়েও তদন্ত করা হোক। যাতে আমার মতো বহু মহিলার জীবন নষ্ট না হয়। মেয়েদের আশ্রমে রেখে দেওয়ার প্রলোভন দেখিয়ে এরকম কাজ করে। ধর্মের নামে অভিনয় করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ওরা স্বামী-স্ত্রী মিলে ব্যবসা ফেঁদেছে। মঙ্গলকোট থানার পুলিস আমাদের সঙ্গে সহযোগিতা করেনি। যদিও কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, পুলিস গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা