দক্ষিণবঙ্গ

বরাবাজারে ডায়ারিয়া মৃত্যু শিশু, মহিলার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ডায়ারিয়ার প্রকোপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পুরুলিয়ার বরাবাজার ব্লকের বানজোড়াগ্রাম পঞ্চায়েতের উলদা এলাকায়। এখনও পর্যন্ত গ্রামে মোট ৫৭ জন আক্রান্তের হদিশ মিলেছে। বৃহস্পতিবার নতুন করে সাতজন আক্রান্ত হয়েছেন। গ্রামে ইতিমধ্যেই চার বছরের এক শিশু ও এক মহিলার মৃত্যুর খবরও মিলেছে। যদিও মৃত্যুর কারণ যে ডায়ারিয়া, তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি এখনও। ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর। 
শনিবার গ্রাম পরিদর্শনে যান জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস, বরাবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভাশিস মুদি সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। আধিকারিকদের পর্যবেক্ষণ, গ্রামে একটি পুকুর রয়েছে। মূলত যাঁরা পুকুরের জল ব্যবহার করেন, তাঁদের মধ্যেই ডায়ারিয়ার প্রকোপ বাড়ছে। ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে ডায়ারিয়া রোধে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘ডায়ারিয়া রোধে সবরকম চেষ্টা করা হচ্ছে। পুকুরের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এএনএম, আশা দিদিমণি থেকে শুরু করে স্বাস্থ্যদপ্তরের কর্মীরা এলাকায় থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন।’ জেলার স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, গত ৭ অক্টোবর প্রথম গ্রামে ডাায়রিয়ার প্রকোপ দেখা দেয়। কয়েকজন শিশু সহ একজন প্রসূতি আক্রান্ত হওয়ার খবর মেলে। তারপর ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ঘটনার খবর যায় স্বাস্থ্যদপ্তরে। পুকুর ও টিউবওয়েলের জলের নমুনা সংগ্রহ করা হয়। দেখা যায়, পুকুরের জলই ডায়রিয়া সংক্রমণের অন্যতম কারণ। তাছাড়া, পুজো উপলক্ষ্যে ওই এলাকায় একটি মেলাও বসেছিল। সেখানে খাবার দাবার ব্যবহারেও ডায়ারিয়ার প্রকোপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে গত ১২ তারিখে এক মহিলার মৃত্যু হয়। স্বাস্থ্য আধিকারিকদের অবশ্য দাবি, মহিলার ডায়রিয়া হয়েছিল। কিন্তু তিনি সেরে ওঠার একদিন পর ফের হাসপাতলে ভর্তি হন শ্বাসকষ্ট নিয়ে। তাতে তাঁর মৃত্যু হয়। 
এরপর গত ১৬ অক্টোবর ফের এক চার বছরের শিশুর মৃত্যু হয়। শিশুটি অবশ্য ডায়ারিয়ায় আক্রান্ত ছিল। রাতে হঠাৎ করেই শিশুটির স্বাস্থ্যের অবনতি হতে থাকে। রাতে কোনও অ্যাম্বুল্যান্সও মেলেনি। বাইকে করে শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটির শেষ রক্ষা হয়নি। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘শিশুটির ডায়ারিয়া হলেও এখনও পর্যন্ত মৃত্যুর শংসাপত্র আমরা হাতে পাইনি। তাই সেই কারণেই মৃত্যু কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব না।’
তবে, ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণ হিসাবে অবশ্য প্রশাসনের একাংশকেও দায়ী করছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ৭ অক্টোবর থেকে গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলেও প্রশাসন থেকে তত্ক্ষণাৎ জলের নমুনা সংগ্রহের জন্য কাউকে পাঠানো হয়নি। বিষয়টা বাড়াবাড়ি হতে দু’তিনদিন আগে জলের গাড়ি পাঠিয়েছে। জেলা পরিষদের সভাধিপতি বলেন, ‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে।’ 
 মেডিক্যাল টিম নিয়ে গ্রামে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা সভাধিপতি। নিজস্ব চিত্র
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা