দক্ষিণবঙ্গ

ছাত্রছাত্রীদের মারধরের ঘটনার তদন্তে ভূপতিনগরের স্কুলে বিদ্যালয় পরিদর্শক

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছাত্রছাত্রীদের বেপরোয়া লাঠিচার্জ করে শিক্ষকের গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্কুলে গিয়ে তদন্ত করলেন বিদ্যালয় পরিদর্শক। সোমবার মুগবেড়িয়া-১ সার্কেলের এসআই তথা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর নিমাই বৈদ্য ভূপতিনগর থানার বাঘাদাঁড়ি দেশপ্রাণ বিদ্যালয়ে যান। গোটা ঘটনার তদন্ত করেন। জখম পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন এসআই। শনিবার ওই স্কুলের শিক্ষক স্বরূপকুমার মাইতি পুলিসের হাতে ধরা পড়েন। রবিবার কাঁথি আদালত থেকে জামিন পান ওই শিক্ষক। সোমবার তিনি স্কুলে আসেননি। জামিন সংক্রান্ত কাগজপত্র এসআই অফিসে জমা দেওয়ার পর তিনি স্কুলে জয়েন করতে পারবেন। তবে, ওই শিক্ষক স্কুলে যোগ দিলেও তাঁকে স্টাফরুমে বসিয়ে রাখা হবে বলে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে চলেছে। আপাতত তাঁকে কোনও ক্লাসে পাঠানো হবে না। উল্লেখ্য, শুক্রবার স্কুলে ক্লাস নেওয়ার সময় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বেদম মারধর করেন বলে অভিযোগ। ওই ঘটনায় অভিভাবকরা ক্ষিপ্ত হন। শনিবার অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখানোর সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর ভূপতিনগর থানার পুলিস স্কুলে গিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। সোমবার ওই ঘটনার তদন্তের যান স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর তথা বিদ্যালয় পরিদর্শক।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা