দক্ষিণবঙ্গ

ডোমকল: বাজেয়াপ্ত ১২০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, ধৃত ১

সংবাদদাতা, ডোমকল: ঠিক সিনেমার মতো। রাস্তার ওপরে চলছে পুলিসি নাকা চেকিং। দূর থেকে পুলিসকে দেখেই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা। পাল্টা পুলিসের ধাওয়া। শেষে গাড়ি আটকে তল্লাশি চালাতেই পর্দাফাঁস। বাংলাদেশে পাচারের আগে ডোমকল থানার পুলিসের তল্লাশিতে ১২০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ পাকড়াও এক পাচারকারী। ধৃতের নাম চাপলু শেখ। ধৃতের বাড়ি ডোমকলের বার্তনাবাদে। বুধবার ধৃতের সাতদিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতেও ডোমকলের মোক্তারপুর-বিলাসপুরের রাস্তায় নাকা চেকিং চালাচ্ছিল ডোমকল থানার পুলিস। ওই সময় ওই রাস্তা ধরে আসছিল একটি অল্টো গাড়ি। দ্রুতগতিতে রাস্তার ওপর দিয়ে আসার সময় কিছুটা দূরে পুলিস ভ্যান দেখতে পেয়ে ব্রেক কষে দাঁড়িয়ে যায় গাড়িটি। এরপরে রিভার্স গিয়ারে ফেলে ফের দ্রুতগতিতে উল্টো দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিসকর্মীদের ব্যাপারটা নজরে এলে তাঁরা গাড়িটিকে ধাওয়া করেন। রাস্তা সংকীর্ণ হওয়ায় রিভার্স গিয়ারে বেশিদূর এগতে না পারায় গাড়িটিকে ধরে ফেলেন পুলিসকর্মীরা। এরপরে গাড়ি আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। গাড়ির ভেতরে বস্তায় থরে থরে সাজানো নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। এরপরে পুলিসের তরফে গাড়িটিকে ও গাড়ির মধ্যে থাকা ওই ব্যক্তিকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ডোমকল থানার পুলিস। জানা গিয়েছে ,বাজেয়াপ্ত করা ওই গাড়িটির নম্বর প্লেট থেকে জানা গিয়েছে, সেটি কলকাতা আরটিওতে রেজিস্টার্ড। প্রাথমিক ভাবে পুলিস জানিয়েছে, ধৃত ক্যারিয়ার হিসেবে কাজ করছিল। সে ওই বিপুল পরিমাণের নিষিদ্ধ কাশির সিরাপ অপর কারবারির হাতে তুলে দেওয়ার বরাত নিয়েছিল। পরবর্তীতে হাত বদলে চোরাপথে ওই কাশির সিরাপগুলি বাংলাদেশ পাচারের ছক কষেছিল তারা। এর সঙ্গে অনেকই জড়িয়ে রয়েছে বলে অনুমান পুলিসের। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের অন্যান্য কারবারিদের নাগাল পেতে ধৃতকে বুধবার মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পাঠানো হয়েছে।
মোক্তারপুর-বিলাসপুরের রাস্তায় ডোমকল থানার পুলিসের নাকা চেকিংয়ে সময় ১২০০  বোতল কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস।-নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা