দক্ষিণবঙ্গ

মরশুমের শেষবেলায় বহরমপুরের বাজারে কমল আমের দাম

সংবাদদাতা, বহরমপুর: মরশুমের শেষবেলায় বেশ কয়েকটি প্রজাতির আমের দাম অনেকটাই কমল। দাম নাগালের মধ্যে চলে আসায় মধ্যবিত্ত পরিবারের মুখে হাসি ফুটেছে। দাম কমার তালিকায় রয়েছে হিমসাগর(সাদুল্লা), ল্যাংড়া, আম্রপালি, লক্ষ্মণভোগ। এই চার প্রজাতির আম কিছুদিন আগেও কেজি প্রতি একশো টাকা বা তার বেশি দামে কিনতে হয়েছে। গত দু’দিন ধরে বহরমপুরের বিভিন্ন ফলের বাজারে ৪০-৬০ টাকা কেজিতে এই চার প্রজাতির আম মিলছে। তবে কদিন এই দাম থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারেনি। দাম কমায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারই আপাতত ঝোলা ভর্তি আম কিনছে। দিনকয়েক পর রথযাত্রা উৎসব। রথযাত্রায় আম ও কাঁঠালের চাহিদা বাড়ে। তাই রথে ফের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফল ব্যবসায়ীরা। মুর্শিদাবাদ জেলায় প্রায় সাড়ে ২৩ হাজার হেক্টর জমিতে ২০০ প্রজাতির আমের চাষ হয়। উদ্যানপালন দপ্তরের হিসেবে এবার আমের অফ ইয়ার ছিল। ফলে এবার জেলায় আমের ফলন স্বাভাবিকের থেকে অনেক কম হয়েছে। শুরু থেকেই হিমসাগরের দাম ৮০-১০০ টাকার ঘোরাফেরা করেছে। এমনকী ভালোমানের হিমসাগর ১৪০ থেকে ১৫০টাকাও উঠে যায়। আম্রপালি ১০০-১২০ টাকা, ল্যাংড়া ১২০-১৪০ টাকা, লক্ষ্মণভোগ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সাধারণত মধ্যবিত্ত পরিবার সস্তার হিমসাগরের দিকেই চেয়ে থাকেন। সেই আমও এবার সেঞ্চুরি হাঁকিয়েছিল। হিমসাগর প্রায় শেষের দিকে। বাজারে খুব বেশি আমদানি হচ্ছে না। তবে এবার ৪০-৫০ টাকা কেজি দরে এই আম মিলছে। বহরমপুর স্বর্ণময়ী বাজারের আম ব্যবসায়ী রিয়াজুল শেখ বলেন, আমের আমদানি বেড়েছে। মালদহ থেকে প্রচুর পরিমাণে লক্ষ্মণভোগ আসছে মুর্শিদাবাদে। কান্দি বাসস্ট্যান্ড এলাকার ফল বিক্রেতা অনুপ ধর বলেন, বিহার, বেনারস থেকে প্রচুর ল্যাংড়া আম ঢুকছে জেলায়। যদিও ভিন রাজ্যের ল্যাংড়া স্বাদে-গন্ধে মুর্শিদাবাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে। শেষলগ্নে সেই আমের দাম কিছুটা কমায় স্বস্তি ফিরে এসেছে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা