দক্ষিণবঙ্গ

কালনায় ছাত্রীকে খুনের পাঁচদিন পরও অন্ধকারে পুলিস, ক্ষুব্ধ পরিবার

সংবাদদাতা, কালনা: কিশোরী খুনের অভিযোগের ছ’ দিন পরেও অন্ধকারে পুলিস। কালনা থানার নান্দাই দুপসা গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী নার্গিস মণ্ডল গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকরা খোঁজ করেও মেয়েকে পাননি। শুক্রবার সকালে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে কালনা ধর্মডাঙা গ্রামে একটি পুকুরে কিশোরীর দেহ ভাসতে দেখা যায়। কিশোরীর পরিবার কালনা থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিস তদন্ত শুরু করে। পুকুরে ডুবুরি নামিয়ে কিশোরীর ব্যবহৃত মোবাইলটির খোঁজ চালালেও সেটি পাওয়া যায়নি। এদিকে খুনের অভিযোগের ছ’দিন দিন কেটে গেলেও এখনও রহস্য উদঘাটন করতে না পারায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পোস্টমর্টেম রিপোর্ট সহ কিশোরীর হাতের মুঠোয় থাকা মাটির ও পুকুরের মাটির পরীক্ষার রিপোর্ট হাতে এলে রহস্য উদঘাটন হবে বলে এক পুলিস আধিকারিক জানান। তবে, কত দিন লাগবে, সেই প্রশ্ন তুলছে মৃতার পরিবার সহ এলাকার বাসিন্দারা। মৃত কিশোরীর বাবা বসির মণ্ডল বলেন, মেয়ের এমন ভাবে মৃত্যু মেনে নিতে পারছি না। মেয়েকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে পুলিসে অভিযোগ জানিয়েছি। ছ’দিন কেটে গেলেও পুলিস কোনও কিনারা করতে পারছে না। বারবার থানায় যাচ্ছি। পুলিস অফিসাররা বলছেন, সময় দিন। ওর মা দিনরাত কাঁদছে। ঠিক মতো খায় না। আর কত দিন ধৈর্য্য ধরব বুঝতে পারছি না। প্রয়োজনে পথে নামব।  কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, তদন্ত চলছে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা