দক্ষিণবঙ্গ

খড়্গপুর হাসপাতালে পূর্ণাঙ্গ মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির পরিকল্পনা

সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর মহকুমা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ওই ভবনকে পূর্ণাঙ্গ মাদার অ্যান্ড চাইল্ড হাব হিসেবে গড়ে তোলা হবে। সোমবার ভবনটি চালু করে সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি এই পরিকল্পনার কথা জানান। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ১০০ শয্যার এই ভবন উদ্বোধন করেন। কিন্তু ভোট এসে যাওয়ায় তা আর চালু করা যায়নি। এদিন চারটি বিভাগের আউটডোর খুলে ভবনটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। সিএমওএইচ ছাড়াও পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও, রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে,  হাসপাতাল সুপার ধীমান বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। হেমা চৌবে বলেন, ওই ভবনে চোখ, নাক-কান-গলা, চর্ম ও মানসিক বিভাগের আউটডোর খোলা হয়েছে।সিএমওএইচ বলেন, নতুন ভবনে এখনও কিছু কাজ বাকি আছে। পূর্তদপ্তরকে তাড়াতাড়ি সেই কাজ শেষ করতে বলা হয়েছে। ভবনের চারতলায় অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও লেবার রুম হবে। নীচে থাকবে মা ও শিশুদের চিকিৎসার জন্য আউটডোর। বাকি অংশে মা ও শিশু ওয়ার্ড হবে। মা ও শিশুদের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। অর্থাৎ এটিকে পূর্ণাঙ্গ মাদার অ্যান্ড চাইল্ড হাব হিসেবে গড়ে তোলা হবে। ফলে মহকুমার বাসিন্দারা উপকৃত হবেন। মা ও শিশুদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা কমবে।
তবে যতদিন না এই হাব গড়ে তোলা হচ্ছে, ততদিন এই ভবনে মেডিসিন ও সার্জিক্যাল কোল্ড ওয়ার্ড হবে। খুব তাড়াতাড়ি এই ওয়ার্ড খুলে দেওয়া হবে। কিছুটা সুস্থ হয়ে ওঠা রোগীদের পুরনো ভবন থেকে এই ভবনে এনে রাখা হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে এখান থেকে তাঁদের ছুটি দিয়ে দেওয়া হবে। এর ফলে পুরনো ভবনে রোগীর চাপ কমবে।  সোমবার খড়্গপুর হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখছেন সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি, পুরপ্রধান কল্যাণী ঘোষ সহ অন্যান্যরা।-নিজস্ব চিত্র 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা