দক্ষিণবঙ্গ

সিউড়ি হাসপাতাল চত্বরে বাইক চুরির কিনারা, ধৃত ১

সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে বাইক চুরির কিনারা করল পুলিস। সেই সঙ্গে বাইক উদ্ধারের পাশাপাশি চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জুন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক রোগীর আত্মীয়ের বাইক চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। পুলিস শহরের এসপি মোড়ের বাসিন্দা সোমনাথ সাহাকে তিলপাড়া ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে আটক করে। সেই সময় ওই অভিযুক্তের কাছে চুরি যাওয়া বাইক উদ্ধার হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিস। চুরি যাওয়া বাইকের মালিক শ্রীকান্ত মাল বলেন, ঘটনার দিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আমার একজন আত্মীয়ের মৃত্যু হয়েছিল। সেই মৃতদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু জরুরি কাগজপত্র জমা করতে অফিসে গিয়েছিলাম। সেই সুযোগে নকল চাবি দিয়ে বাইকটি স্টার্ট করে চম্পট দেয় চোর। বিষয়টি থানায় জানিয়েছিলাম। পুলিস সেই বাইকটি উদ্ধার করেছে। পুলিসের ভূমিকায় আমরা খুশি। 
সিউড়ি থানার এক পুলিস অফিসার বলেন, বাইক চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাইকটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা