দক্ষিণবঙ্গ

কালনা হাসপাতাল চত্বরে ধূমপান, ৮ জনকে জরিমানা

সংবাদদাতা, কালনা: বিশ্ব মাদক বিরোধী দিবসে উপলক্ষ্যে পূর্ব বর্ধমানে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান হল। কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে সচেতনতা প্রচার করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বরে এদিন ধূমপানের অভিযোগে আটজন রোগীর পরিজনদের জরিমানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস, সামিম মল্লিক সহ পুলিস। এছাড়াও এদিন কালনা থানা, নাদনঘাট থানা পক্ষ থেকে সচেতনতার প্রচার চালায়। আবগারি দপ্তরের পক্ষ থেকে কালনা কলেজে পড়ুয়াদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আবগারি দপ্তরের কালনা রেঞ্জের ডিইসি সন্দীপকুমার হোড়, কালনা কলেজের অধ্যক্ষ তাপসকুমার সামন্ত প্রমুখ। 
কালনা হাসপাতাল চত্বরে ধূমপান ও গুটখা খেয়ে নোংরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে সতর্ক করা হয়েছে। তাতেও নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চলছে গুটখা খাওয়া ও ধূমপান। এদিন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে সচেতনতার প্রচার চালায়। পাশাপাশি ধূমপান করার সময় আটজন রোগীর পরিজনকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়।
গৌতমবাবু বলেন, হাসপাতাল চত্বরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখেন। মাঝে মাঝে সচেতনতা-অভিযান চালানো হয়। এদিনও সচেতনতার অভিযান চালানো হয়। আটজন ধূমপায়ীকে জরিমানা করা হয়েছে।       
এদিকে বর্ধমান শহরেও বেশকিছু জায়গায় মাদক বিরোধী দিবস পালন করা হয়। সর্বত্রই মাদক সেবনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বোঝানো হয়েছে। এবিষয়ে সচেতন করা হয়েছে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা