দক্ষিণবঙ্গ

আদিবাসীদের জমি কেড়ে আবাসন প্রকল্প! অভিযোগ ঘিরে তদন্ত শুরু করল প্রশাসন

সংবাদদাতা, বোলপুর: ‘বর্তমান’ পত্রিকার খবরের জের। বোলপুরে আবাসন প্রকল্পের নামে জোর করে আদিবাসীদের পাট্টা ও বর্গা জমি সস্তায় নিজেদের নামে লিখে নেওয়ার অভিযোগের ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। তার প্রেক্ষিতে মঙ্গল ও বুধবার দফায় দফায় ওই বেসরকারি আবাসন প্রকল্পে গিয়ে ঘটনার তদন্ত শুরু করল জেলা প্রশাসন। বুধবার ঘটনাস্থলে পরিদর্শনের পর আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আদিবাসীদের কাছে অন্যায়ভাবে জমি দখল করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ জেলাশাসক বিধান রায়, এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হতেই তৎক্ষণাৎ তিনি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। এই মর্মে এদিন সংশ্লিষ্ট এলাকা, পাড়ুই থানার সাত্তোর পঞ্চায়েতের আরআই অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসনের এডিএম (এলআর) অসীম পাল সহ অন্য আধিকারিকরা। তবে যে আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের কর্ণধার বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসন বিষয়টি তদন্ত করছে। খুব দ্রুত সত্য উদ্ঘাটিত হবে।
যে বেসরকারি আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ, সেটি রয়েছে শান্তিনিকেতনের কোপাই নদী তীরবর্তী সাত্তোর গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকায়। এলাকাটি পাড়ুই থানার অন্তর্গত। ওই আবাসন প্রকল্পের প্রথম পর্যায়ের কাজটি ৫২ বিঘা জমিজুড়ে রয়েছে। সেখানে বিলাসবহুল কটেজ তৈরি করে চলছে বিক্রি। এরপর ওই আবাসনের পাশেই ২২ বিঘা জমির উপর নতুন করে দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ শুরু করলে বিতর্কের সূত্রপাত হয়। অভিযোগ, ওই ২২ বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। এই জমির মধ্যে আদিবাসীদের বর্গা-পাট্টা জমি যেমন রয়েছে, তেমনি রয়েছে চাষের জমিও। অভিযোগ, প্রাণনাশের হুমকি দিয়ে পাট্টাকৃত সরকারি ওই জমি প্রকৃত মালিকদের থেকে বেদখল করা হয়েছে।
এই মর্মে, ওই জমিহারারা বীরভূমের জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই খবর ‘বর্তমান’ সংবাদপত্রে প্রকাশিত হতেই তৎপর হয় প্রশাসন। তার প্রেক্ষিতে মঙ্গলবার মহকুমা পুলিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এরপর বুধবার, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেন। এমনকী, আদিবাসীদের পাট্টা ও বর্গাকৃত জমির কাগজপত্র ও বেসরকারি আবাসন প্রকল্পের জমির নথি খতিয়ে দেখেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর জন্য পরবর্তীতে ওই প্রতিনিধি দল কসবা পঞ্চায়েতের আরআই অফিসেও নথি খতিয়ে দেখেন। সব প্রক্রিয়াটি জেলাশাসকের নির্দেশে হয়েছে বলে এডিএম (এলআর) অসীম পাল জানিয়েছেন।  পাশাপাশি, তদন্ত প্রক্রিয়া চলার কারণে আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে ওই আবাসন প্রকল্পের কর্ণধার বলেন, ‌জেলাশাসকের নির্দেশে প্রশাসন নথি ও তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। খুব তাড়াতাড়ি প্রকৃত সত্য সামনে আসবে।  জমির নথি খতিয়ে দেখছেন বীরভূম জেলার এডিএম (এলআর) অসীম পাল সহ অন্যান্য আধিকারিকরা। নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা