দক্ষিণবঙ্গ

ভগবানগোলায় বিরোধী শিবিরে ধস, কং, সিপিএম থেকে তৃণমূলে 

সংবাদদাতা, লালবাগ: ভগবানগোলায় বিরোধী শিবিরে ধস। মঙ্গলবার সন্ধ্যায় ভগবানগোলা-২ ব্লকে আমডহরা অঞ্চলের খিদিরপুরে অনুষ্ঠিত নির্বাচনী পর্যালোচনা সভায় কংগ্রেস ও সিপিএমের দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। তৃণমূল সূত্রে খবর, ওইদিন সরলপুর পঞ্চায়েতের কংগ্রেস সদস্য দিলসাদ শেখ এবং আমডহরা পঞ্চায়েতের সিপিএম সদস্য সোমা বিবি ও তাঁদের বেশকিছু অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ভগবানগোলা-২ ব্লক সভাপতি আব্দুর রওফ। আব্দুল রওফ বলেন, দুই অঞ্চলের কংগ্রেস ও সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে বেশ কিছুদিন ধরে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এদিন তাদের আনুষ্ঠানিকভাবে দলে নেওয়া হল। ভগবানগোলা-২ ব্লকের বিভিন্ন অঞ্চলের বিরোধী শিবিরের আরও নেতৃত্ব দলে আসার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন।। সময়মতো তাদেরও দলে নেওয়া হবে। দিলসাদ শেখ বলেন, কংগ্রেসে থেকে কোনও কাজ করতে পারছিলাম না। মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূলে যোগ দিলাম। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, যোগ দেওয়ার বিষয়টি জানিনা। খোঁজ নিয়ে দেখছি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তিনটি আসনে কংগ্রেস ও সিপিএম জোট করে লড়াই করেও সাফল্য পায়নি। নবাবের জেলা থেকে বিরোধীরা কার্যত ওয়াশআউট হয়েছে। তারপর থেকে জেলার বিভিন্ন ব্লকে সিপিএম, কংগ্রেস সহ বিরোধী শিবিরে ধস নামতে শুরু করেছে। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা