দক্ষিণবঙ্গ

প্রেমিকের সঙ্গে নতুন সংসার গড়ার স্বপ্ন চুরমার  কেরল ফেরত বধূর ঠাঁই হল না স্বামীর ঘরে

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রেমিকের টানে কেরলে ‘হানিমুনে’ গিয়ে বিপাকে পড়লেন বুদবুদের গৃহবধূ। কেরলের মনোরম পরিবেশ থেকে সরাসরি থানার শ্রীঘরে ঠাঁই হল এক সন্তানের মা ওই বধূর। তবে পুলিস তাঁকে গ্রেপ্তার করেনি। কোথাও ঠাঁই না পেয়েই এমন দশা হয়েছে বছর বাইশের বধূর। দু’বছরের পুত্রসন্তানকে ফেলে রেখেই প্রায় ১৫ দিন কেরলে কাটিয়েছেন তিনি। সেখান থেকে প্রেমিকের হাত ধরে হবু শ্বশুরবাড়িতে ঢুকতে চেয়েছিলেন। প্রেমিক রাজি থাকলেও বেঁকে বসে তাঁর পরিবার। অন্যদিকে স্ত্রীর এই কীর্তি শুনে স্বামীও স্ত্রীকে নিজের ঘরে তুলতে চাননি। অগত্যা থানাতেই তাঁকে আশ্রয় নিতে হয়। ওই বধূ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর তাঁর বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিস বুধবার সেই বাবার হাতেই মেয়েকে তুলে দিয়েছেন। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে, স্বামীর ঘর হারিয়ে এখন বধূর ঠাঁই হয়েছে বাপেরবাড়িতে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বুদবুদের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই বধূর। দু’বছর আগে তাঁদের একটি সন্তানেরও জন্ম হয়। স্বামী কর্মসূত্রে ওড়িশায় থাকেন। দীর্ঘদিন স্বামী বাইরে থাকায় তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়। সেই সময়ই তাঁর হৃদয়ে জায়গা করে নেয় গলসির বাসিন্দা এক পারিবারিক আত্মীয়। মাত্র এক বছরের বড় সেই যুবককেই মন দিয়ে বসেন গৃহবধূ। তারপর বেশ কিছুদিন ধরে চুটিয়ে চলে পরোকীয়া। প্রেম জমে ক্ষীর হতেই একে-অপরকে ছেড়ে থাকতে পারছিলেন না। সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। গলসির যুবক কাজ করেন কেরলে। সেই কেরলেই ঘর বাঁধার স্বপ্ন দেখে আপ্লুত হয়ে পড়েন বধূ। চলতি মাসের প্রথম দিকে বেরিয়ে পড়েন শ্বশুরবাড়ি থেকে। স্বামী ওড়িশায় কর্মরত। বাড়িতে বছর দুয়েকের ছেলে, স্বামী কোনওকিছুর পরোয়া করেননি। কেরলায় পাড়ি দেন প্রেমিকের হাত ধরে।  অন্যদিকে স্ত্রীর ঘর ছাড়ার খবর পেয়ে বাড়ি ফিরে আসেন স্বামী। সন্তানকে নিজের কোলে তুলে নেন। অন্যদিকে বধূর বাবা বুদবুদ থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন। প্রায় দু’সপ্তাহ ধরে ঘোরাঘুরি, অফুরান আনন্দে কাটিয়ে ঘরমুখো হন প্রেমিক-প্রেমিকা। কিন্তু সেখানে এসেই নতুন ঘর বাঁধার স্বপ্ন ভাঙে। এক সন্তানের মাকে নিয়ে ঘরে ঢুকতেই প্রেমিকের বাড়ির লোকজন আপত্তি তোলেন। স্পষ্ট জানিয়ে দেন, এই মেয়েকে তাঁরা কোনওভাবেই ঘরের বউ হিসেবে মেনে নেবেন না। স্ত্রীর প্রেমিকের সঙ্গে ফিরে আসার খবর পান স্বামীও। তিনিও আর স্ত্রীকে ঘরে তুলতে নারাজ। এই অবস্থায় মঙ্গলবার বুদবুদ থানাতেই রাত কাটাতে হয় গৃহবধূকে। বুধবার তাঁকে তাঁর বাবার হাতে তুলে দেওয়া হয়।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা