দক্ষিণবঙ্গ

বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ, জখম ভাইবোন

সংবাদদাতা, লালবাগ: পরিত্যক্ত বাড়িতে রাখা ছিল দু’টি বোমা। তা বল ভেবে খেলতে গিয়ে ফেটে গুরুতর জখম হল ভাই-বোন। বুধবার বিকেলে লালগোলার নশিপুর পঞ্চায়েতের দিয়াড় চাইপাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, জখমদের নাম রিয়া মণ্ডল ও অর্ক মণ্ডল। রিয়া পঞ্চম এবং অর্ক চতুর্থ শ্রেণির পড়ুয়া। স্থানীয় বাসিন্দারা দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দুই ভাই-বোন বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে নদীর ধারে তাদেরই পরিত্যক্ত বাড়িতে খেলতে যায়। খেলার সময় ওই বাড়ির মধ্যে দু’টি বোমা পড়েছিল। ভাইবোন মিলে সেগুলি বল ভেবে লাথি মারতেই বিকট আওয়াজে ফেটে যায়। বিস্ফোরণে দুই ভাই-বোন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।  বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা গিয়ে দু’জনকে উদ্ধার করেন।  জখম বালক-বালিকার মা বাসন্তী মণ্ডল বলেন, দুপুরে খাওয়াদাওয়া করে ঘরেই ছিল। কখন যে ভাইবোন বেরিয়ে গিয়েছে জানতেই পারিনি। পরে পাড়ার লোকজনের মুখে বোমা বিস্ফোরণের কথা জানতে পারি। স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন মণ্ডল বলেন, বাড়িতে বসে বিকট আওয়াজ শুনে বেরিয়ে আসি। নদীর ধারে পরিত্যক্ত বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখি। তখন প্রতিবেশীদের ডেকে ওখানে ছুটে যাই। এদিকে বোমা ফেটে দুই ভাইবোন জখম হওয়ার ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ভজহরি মণ্ডল বলেন, যেখানে সেখানে বোমা পড়ে থাকছে। ছেলেমেয়েরা এদিক ওদিক যায়। খুব ভয় করছে। কখন কোন বিপদ ঘটে যাবে কে জানে। পুলিস এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক।  লালগোলা থানার এক পুলিস অফিসার বলেন, নদীর ধারে পরিত্যক্ত বাড়িতে বোমা রাখা ছিল। বল ভেবে খেলতে গেলে ফেটে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা