আমরা মেয়েরা

২৫০ বছরের পুজোয় একই বংশের পুরোহিতরা

পেরিয়ে গিয়েছে আড়াই শতাব্দী। তবু জৌলুস একবিন্দু কমেনি মধ্য কলকাতার তালতলা পাল বাড়ির সাবেকি দুর্গাপুজোর আড়ম্বরে। সম্প্রতি ৯৬বি, এসএন ব্যানার্জি রোডের এই পুজো পড়ল ২৫০ বছরে। ১৭৪২ সালে পাল পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় নকুড়চন্দ্র পাল হুগলির পোলবা গ্রাম থেকে কুলদেবতা ‘শ্রী শ্রীধর জিউ’-কে কলকাতায় নিয়ে আসেন। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিখ্যাত ঠিকাদার। সেই ব্যবসার সূত্র ধরেই বিত্তের বৃদ্ধি হয়। নকুড়চন্দ্র পাল ১৭৮০ সালে প্রতিষ্ঠা করেন দুর্গাদালান। শুরু হয় দুর্গা পুজো। পরে স্বর্গীয় রাইচরণ পাল ১৯২৩ সালে ধর্মীয় ট্রাস্ট গঠন করে এই পুজোর স্থায়িত্ব দান করেন। উল্লেখ্য, তালতলা এলাকায় রাইচরণ পালের বহু জনহিতকর কাজের নিদর্শন রয়েছে। দুঃস্থদের নিখরচায় পাঠনপাঠন ও চিকিত্‍সার জন্য দাতব্য চিকিত্‍সালয় প্রতিষ্ঠা করেছিলেন। গোবরা এলাকায় রাইচরণ পালের নামাঙ্কিত একটি রাস্তাও রয়েছে। পাল পরিবারের বর্তমান উত্তরসূরিরা জানিয়েছেন, আশ্বিনের শুক্লা প্রতিপদে দশভুজার বোধন হয়। ডাকের সাজে সাজনো হয় একচালা প্রতিমাকে। তবে অস্ত্রশস্ত্র সবই রুপোর। অলঙ্কার সোনা-রুপোয় মেশানো। ১২-১৩ বছরের এক কুমারীকে মালা পরিয়ে, কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেবীমূর্তির পাশে বসিয়ে দেবীজ্ঞানে অর্চনা করা হয়। চারজন পুরোহিত পালবাড়ির পুজো সম্পন্ন করেন। একই বংশের পুরোহিত এই পুজো করে আসছেন। পুজো উপলক্ষ্যে ঠাকুরবাড়ির দালানে আগে হতো পালাকীর্তন। সেসব দিন আর নেই। পাল পরিবারের এক সদস্য জানালেন, পালা না হলেও পুজো উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে আত্মীয়সমাগম হয়। পুজোয় অংশগ্রহণ করেন প্রতিবেশীরা। সকলেই পুজোর আনন্দ ভাগ করে নেন। সে পাওনাও বড় কম নয়।
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা