বিদেশ

গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে, মোদির সঙ্গে আলোচনার পর জানালেন ট্রুডো  

নয়াদিল্লি, ১৬ জুন: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে নেমে যায় কানাডার। নিজ্জর খুনের ব্লু প্রিন্ট সাজিয়ে ছিল ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’। আর গোটা বিষয়টির নির্দেশ এসেছিল নয়াদিল্লি থেকেই। সেই অভিযোগ বারবার করে আসে কানাডার গোয়েন্দারা। যদিও নিজ্জর খুনের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে তার প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি কানাডা। কিন্তু গোটা বিষয়টিকে কেন্দ্র করে ক্রমাগত নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করতে থাকে ট্রুডো সরকার। যার ফলে গত বছরের জুন মাস থেকেই ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এর মাঝেই একটি ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ইতালিতে বসেছিল জি ৭ সম্মেলন। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদাভাবে দেখা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার সেই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেন মোদি। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রুডো জানান, ‘আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। সেগুলি কী, তা নিয়ে আমি এখানে কথা বলতে চাই না। তবে আগামী দিনে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একসঙ্গে কাজ করব বলে একমত হয়েছি।’ বিশেষজ্ঞদের ধারণা, নিজ্জরের খুনকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল। তা দূর করতে চাইছে কানাডাও। তাই জি ৭ সম্মেলনে মোদির সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ সারেন ট্রুডো।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
22nd     June,   2024
দিন পঞ্জিকা