খেলা

জয়ের হ্যাটট্রিকে চোখ স্পেনের

ডাসেলডর্ফ: প্রথম দু’ম্যাচ জিতে ইতিমধ্যেই ইউরোর রাউন্ড অব সিক্সটিনের টিকিট নিশ্চিত করেছে স্পেন। সোমবার আলবেনিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য লা রোহা-ব্রিগেডের। উল্লেখ্য, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ জয় দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল লুইস ডে লা ফুয়েন্তের ছেলেরা। গত ম্যাচে ইতালির বিরুদ্ধে আত্মঘাতী গোলে কোনওক্রমে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচে সিংহভাগ দাপট দেখালেও স্ট্রাইকারদের ব্যর্থতায় জয়ের পথটা কঠিন করেছিল স্প্যানিশ আর্মাডা। তাই আলবেনিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখাই লক্ষ্য স্পেন কোচের।
গত ম্যাচে ইতালির গোল লক্ষ্য করে ২০টি শট নিয়েছিলেন পেড্রি-মোরাতারা। তার মধ্যে ৯টি তিনকাঠির মধ্যে রাখতে সফল তাঁরা। তবে কোনও শটই প্রতিপক্ষ গোলরক্ষককে ভেদ করে গোললাইন অতিক্রম করেনি। নক-আউট পর্বের আগে এই দুর্বলতা কাটিয়ে ওঠাই লক্ষ্য ফুয়েন্তের। একই সঙ্গে রিজার্ভ বেঞ্চও পরখ করে নিতে চাইবেন তিনি। কার্ড সমস্যায় সোমবার রড্রিকে পাবে না স্পেন। এছাড়া হাল্কা চোট রয়েছে নাচো ও আয়োজে পেরেজের। এমন পরিস্থিতিতে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন ফুয়েন্তে। তাঁর কথায়, ‘প্রথম দুই ম্যাচে জিতলেও দলের খেলায় এখনও অনেক উন্নতির অবকাশ রয়েছে। নক-আউটের আগে সেগুলোকে শুধরে নিতে হবে।’ পক্ষান্তরে, ইতালির কাছে হারের পর গত ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষলগ্নের গোলে ড্র করে আলবেনিয়া। সোমবার কার্ড সমস্যায় দলের নিয়মিত পাঁচ ফুটবলারকে পাবেন না কোচ সিলভিনহো। এমন পরিস্থিতিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হার এড়ানোই প্রথম লক্ষ্য তাদের।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা