বিদেশ

পান্নুন কাণ্ড: ওয়াশিংটনের হেফাজতে ধৃত নিখিল গুপ্ত

ওয়াশিংটন: খালিস্তানি নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগে  ধৃত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে প্রত্যর্পণ করা হল আমেরিকায়। গত বছর চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হয়েছিলেন নিখিল। তাঁকে  আমেরিকার হাতে তুলে না দেওয়ার আর্জি জানিয়ে সেদেশের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল। কিন্তু গত মাসে তাঁর সেই আবেদন খারিজ করে দেয় চেক সাংবিধানিক আদালত। রবিবার (স্থানীয় সময়) তাঁকে আমেরিকায় আনা হয়। ব্রুকলিনের ফেডারেল মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়েছে তাঁকে। মার্কিন নিয়ম অনুসারে, এধরনের অভিযুক্তদের হাতে পাওয়ার একদিনের মধ্যে আদালতে পেশ করতে হয়। সেই অনুযায়ী, সোমবার তাঁকে নিউ ইয়র্কের এক আদালতে তোলা হবে বলে খবর। 
স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আমেরিকার তদন্তকারীরা জেনেছেন একজন অজ্ঞাত পরিচয় ভারতীয় সরকারি কর্তার নির্দেশে পান্নুন খুনের ছক কষেছিলেন নিখিল। যদিও ভারত প্রথম থেকেই এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করছে। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে বলেও জানিয়েছে  নয়াদিল্লি। মার্কিন তদন্তকারীদের সন্দেহ, পান্নুনকে খুনের জন্য ১৫ হাজার ডলার অগ্রিম দিয়ে একজন ‘হিটম্যান’ ভাড়া করেছিলেন নিখিল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নিখিলের আইনজীবী রোহিনী মুসা ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করেছেন। সম্প্রতি ভারতে এসেছেন আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। এই আবহে নিখিলকে আমেরিকায় প্রত্যর্পণ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা