কলকাতা

বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন, ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হল দমকলকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক সপ্তাহে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তার কারণ অবশ্য স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় তিনটি দোকানে ল্যাবরেটরির রাসায়নিক সামগ্রী মজুত করা ছিল। সেই ঘরের এসি মেশিন থেকেই আগুন লেগেছে বলে স্থানীয়দের দাবি। এই ঘটনার জেরে ওই বিল্ডিং সহ আশপাশের ক’টি বিল্ডিংয়েও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এদিন বিকেল ৪টে নাগাদ বিল্ডিংয়ের উপরের তলা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে আসতে থাকেন ক্রেতা-বিক্রেতারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় কাজ করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পার্শ্ববর্তী বিল্ডিং, অলিগলিতে ভিড় জমে যায়। এই বিল্ডিংয়ে অনেকগুলি ওষুধের দোকান রয়েছে। রয়েছে বেশ কয়েকটি আসবাবপত্রের দোকানও। পাশের বিল্ডিংয়ের ওষুধের দোকানের এক কর্মী ঝুম্পা চৌধুরী বলেন, এসি থেকেই আগুন লেগেছে বলে শুনেছি। আচমকা দেখি গলগল করে ধোঁয়া বেরচ্ছে। বাইরে এসে দেখি আগুনের শিখা। ওই বিল্ডিংয়ে অনেক ওষুধের দোকান রয়েছে। অনেক রাসায়নিক পদার্থও মজুত থাকে মেহতা বিল্ডিংয়ে। ধোঁয়া আর আগুন দেখে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। আরেক দোকানদার রমেশ সিং বলেন, ওই বিল্ডিংয়ে যাঁদের দোকান রয়েছে, তাঁরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল এসে গোটাটা আয়ত্তে আনে। এটাই রক্ষে যে, আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়েনি। প্রসঙ্গত, দিনকয়েক আগে কসবার অ্যাক্রোপলিস মলে তিনতলার একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে মুহূর্তে উপরের তলায় ছড়িয়ে পড়েছিল আগুন। তার কয়েকদিন আগে আগুন লাগে পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে থাকা নাইট ক্লাব ও রেস্তরাঁয়। 
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা