বিদেশ

ক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন ব্রিটিশ যুবরানি কেট

লন্ডন: ক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন ব্রিটেনের যুবরানি কেট মিডলটন। শনিবার রাজা তৃতীয় চার্লসের ‘আনুষ্ঠানিক জন্মদিন’ উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল ‘ট্রুপিং দ্য কালার’। এই বিশেষ সামরিক মিছিল ও কুচকাওয়াজের সাক্ষী থাকতে এদিন সপরিবারে হাজির ছিলেন ওয়েলসের যুবরানি। মুখে উজ্জ্বল হাসি। এদিন সকালে তাঁকে গাড়িতে করে বাকিংহাম প্যালেসে প্রবেশ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন যুবরাজ উইলিয়াম এবং তিন সন্তান— জর্জ, শার্লট ও লুই। অনুষ্ঠানে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার পিছনেই মিছিলে অংশগ্রহণ করেন কেট। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে উইলিয়াম-পত্নীর সেই ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বাকিংহাম প্যালেস থেকে হোয়াইট হলের হর্স গার্ডস প্যারেডে যাওয়ার পথে যুবরানিকে শুভেচ্ছা জানান রাজপরিবারের অসংখ্য অনুগামী।
শুক্রবারই বিবৃতি দিয়ে ট্রুপিং দ্য কালারে উপস্থিত থাকার কথা ঘোষণা করেছিলেন যুবরানি। বিবৃতিতে তিনি লেখেন, ‘সপ্তাহান্তে সপরিবারে রাজার আনুষ্ঠানিক জন্মদিনের প্যারেডে উপস্থিত থাকার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, সামনে আরও কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব। তবে পাশাপাশি এটাও উপলব্ধি করেছি যে, বিপদ এখনও পুরোপুরি কাটেনি।’
শনিবার রাজা চালর্সের প্রকৃত জন্মদিন ছিল না। তাঁর প্রকৃত জন্মদিন ১৪ নভেম্বর। এদিন পালন করা হয় তাঁর ‘আনুষ্ঠানিক জন্মদিন’। ব্রিটিশ রাজপরিবারের প্রধানের ‘আনুষ্ঠানিক জন্মদিন’ উপলক্ষ্যে ২৬০ বছর ধরে এই বিশেষ মিছিলের আয়োজন করা হচ্ছে। শনিবারের সামরিক কুচকাওয়াজে অন্যতম অংশগ্রহণকারী ছিল আইরিশ গার্ডসের ৯ নম্বর কোম্পানি। এই রেজিমেন্টে কর্নেলের ভূমিকা পালন করেন উইলিয়াম-পত্নী। তবে কেমোথেরাপির কারণে সক্রিয়ভাবে বাহিনীর অভ্যর্থনা গ্রহণ করতে পারেননি তিনি।
চলতি বছরের শুরুতেই পেটে অস্ত্রোপচার হয়েছিল ওয়েলসের যুবরানির। তারপর থেকেই অন্তরালে ছিলেন তিনি। পরে ভিডিও বার্তায় কেট জানান, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। এরপর থেকেই যুবরানির স্বাস্থ্য নিয়ে শুরু হয় জোর জল্পনা। শনিবারের অনুষ্ঠানে তিনি হাজির থাকায় খুশি ব্রিটেনবাসী। -পিটিআই 
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা