দেশ

শারীরিক পরিস্থিতির চরম অবনতি, আইসিইউতে ভর্তি হলেন আপের মন্ত্রী আতিশী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পর্যাপ্ত জলের দাবিতে লাগাতার অনশন। আর তার জেরেই মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিল্লির আপ সরকারের মন্ত্রী আতিশী। রক্তচাপ দ্রুত কমতে থাকায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার রাতে লোকনায়ক হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ সুরেশ কুমার জানিয়েছে, ‘মন্ত্রীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাঁকে আগেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি।’ এদিন আতিশীকে হাসপাতালে ভর্তি করানোর পরে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং দাবি করেছেন, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁর অনশন শেষ করানো হয়েছে। 
হরিয়ানার বিজেপি সরকার দিল্লিকে পর্যাপ্ত জল দিচ্ছে না। এই ছিল অভিযোগ। তারই প্রেক্ষিতে গত ২১ জুন থেকে দিল্লিতে অনিশ্চিতকালের জন্য অনশন শুরু করেন আতিশী। দাবি করেন, দিল্লির প্রতিদিন ১ হাজার ৫ মিলিয়ন গ্যালনস জলের প্রয়োজন হয়। এর মধ্যে দৈনিক ৬১৩ মিলিয়ন গ্যালনস জল আসার কথা পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা থেকে। কিন্তু হরিয়ানা প্রতিদিন দিচ্ছে মাত্র ৫১৩ মিলিয়ন গ্যালনস জল। আতিশীর অভিযোগ, এমনিতেই তীব্র দাবদাহে দেশের রাজধানী শহরের মানুষ ত্রাহি ত্রাহি করছেন। বাড়ছে হিটস্ট্রোক এবং মৃত্যুও। এরই মধ্যে হরিয়ানা সরকার পর্যাপ্ত জল না দেওয়ায় দিল্লির প্রায় ২৮ লক্ষ মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গত ২১ জুন অনশনে বসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এ ব্যাপারে চিঠি লিখেছিলেন দিল্লির আপ সরকারের মন্ত্রী আতিশী। মঙ্গলবার আপ এমপি সঞ্জয় সিংও জানিয়েছেন, তাঁরাও এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। এদিন সকালেই আম আদমি পার্টির পক্ষ থেকে আতিশীকে হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করানোর কথা জানানো হয়। দল জানায়, মাঝরাতে তাঁর ব্লাড সুগার নেমে যায় ৪৩ এ। ভোর ৩টের সময় তা আরও কমে হয় ৩৬। এরপর আর ঝুঁকি না নিয়ে মন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় আপ নেতৃত্ব। উপস্থিত ছিলেন চিকিৎসকরাও। দিল্লিতে জলসঙ্কট নিয়ে ইতিমধ্যেই তুমুল তরজা শুরু হয়েছে। এবার জলের দাবিতে খোদ মন্ত্রীই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পুরো বিষয়টিকেই সম্পূর্ণ অন্য মাত্রা পেতে চলেছে। যদিও বিজেপি কটাক্ষ করে বলেছে, জল-রাজনীতি করছে আপ।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা