রাজ্য

টেলিগ্রাম অ্যাপে ৩টি গ্রুপ খুলে জঙ্গি গোষ্ঠী প্রসারের কাজ চালাত ‘আমির’

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নতুন জঙ্গি সংগঠন শাহাদতের ‘আমির’ মহম্মদ হাবিবুল্লা টেলিগ্রাম অ্যাপে তিনটি গ্রুপ খুলেছিল। আলফাস ব্ল্যাক, আলফা ও স্নিগ্ধভোর নামে এই তিনটি গ্রুপেরই অ্যাডমিন ছিল এই জঙ্গি। গ্রুপের সদস্যদের মধ্যে কোড ওয়ার্ডে কথাবার্তার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেগুলি ডিকোড করার চেষ্টা করছে বেঙ্গল এসটিএফ। পাশাপাশি এই কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া লাল খাতায় সংগঠনের নাম সহ এখানকার সদস্য হতে গেলে কী কী করতে হবে, তার বিস্তারিত উল্লেখ রয়েছে। এই লাল খাতার সূত্র ধরে জঙ্গি গোষ্ঠীর বাকি সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছেন। আলউন্মাখিদমত ফান্ড নামাঙ্কিত ওই খাতায় তহবিল কোথা থেকে আসছে, তার উল্লেখ রয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। একইসঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সাদা পাতায় অসংখ্য ইমেল আইডি, পাসওয়ার্ড ও বিভিন্ন ওয়েবসাইটের নামের তালিকা মিলেছে। পাশাপাশি উদ্বেগজনক তথ্য হিসেবে উঠে এসেছে, আনসার আল ইসলামের সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়েদার সংস্রবের কথাও। 
শনিবার দুপুরে এসটিএফ ও কাঁকসা পুলিসের বিশাল বাহিনী হানা দেয় কাঁকসা থানার মীরেপাড়া পোস্ট অফিস এলাকার পৈরাগপুরে। সেখানেই একতলা বাড়ি মহম্মদ ‌ইসমাইলের। তাঁর একমাত্র ছেলে  হাবিবুল্লা। সেই বাড়ি থেকে দু’টি মোবাইল একটি স্মার্ট ওয়াচ, একটি ল্যাপটপ সহ বহু সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পরে হাবিবুল্লার জঙ্গি সংগঠনের নেতৃত্বদানের বিষয়টি নিশ্চিত হতেই তাকে গ্রেপ্তার করা হয়। কাঁকসা থানায় তাকে ম্যারাথন জেরা করেন এসটিএফ ও পুলিসের দুঁদে গোয়েন্দারা। তাতেই উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। মামলার গুরুত্ব বুঝে কাঁকসার এসিপি সুমন যশওয়ালকে আ‌‌ইও (তদন্তকারী অফিসার) করা হয়েছে। হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২১, ১২১এ, ১২৩, ১২৫ ও ১৭, ১৮,১৮এ, ১৮বি, ২০ ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়। অভিযুক্তকে দুর্গাপুর আদালতের ভারপ্রাপ্ত এসিজেএম সাগরিকা খাতুনের এজলাসে তোলা হয়। সরকারি আইনজীবী অনামিত্রা দেব ১৪ দিনের পুলিস হেফাজতের আর্জি জানান। সেই আর্জি মঞ্জুর করেছেন বিচারক। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’ মাস আগে থেকেই হাবিবুল্লার উপর নজর রাখা হচ্ছিল। কিন্তু নজরদারির সময় গোয়েন্দারা সম্ভবত আঁচ করতে পারেননি, হাবিবুল্লা বাংলাদেশের আনসার আল ইসলামের অনুমোদিত জঙ্গি মডিউল ‘শাহাদত’-এর হয়ে কাজ করছে। গোপনে তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে, ততই এসটিএফের কপালের ভাঁজ চওড়া হয়েছে। কেননা, আনসার আল ইসলামের সঙ্গে সরাসরি সংস্রব রয়েছে পাকিস্তানের আল কায়েদার। ফলে, আর কোনওরকম ঝুঁকি না নিয়েই হাবিবুল্লাকে জালে তুলতে মরিয়া হয়ে ওঠে এসটিএফ। সাফল্যও মেলে। জানা গিয়েছে, হাবিবুল্লা গ্রেপ্তার হওয়ার খবরে নড়েচড়ে বসেছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগও।
4d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা