দেশ

‘৩ বার পরীক্ষার দিন পাল্টাল, ছেলেখেলা হচ্ছে?’ মোদি সরকারের উপর ক্ষুব্ধ বাংলার ডাক্তাররা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘তিনবার পরীক্ষার দিন পাল্টাল। প্রথমে পরীক্ষার সম্ভাব্য সময় ছিল মার্চে। দিন বদলাল। বলা হল, নিট পিজি হবে সাত জুলাই। তারপর আবার দিন এগিয়ে এল। জানানো হল, পরীক্ষা হবে ২৩ জুন। এদিনও পরীক্ষা হল না। আমাদের জীবন, কেরিয়ার নিয়ে কি ছেলেখেলা চলছে? এরপর কোনও পরীক্ষার্থী যদি খারাপ কিছু করে বসেন, দায় কে নেবে?’ বলেন বাংলার নিট পিজি পরীক্ষার্থীরা। তাঁরা বলেন, ১৯টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। সাড়ে তিন ঘণ্টার মধ্যে ৮০০ নম্বরের এমসিকিউ দিতে হয়। প্রশ্ন ঠিক লিখলে মেলে চার নম্বর করে। ভুল হলে এক নম্বর করে বাদ যায়। এর জন্য দিনরাত এক করে পড়াশোনা করতে হয়েছে বললেও কম বলা হবে। যাঁরা সরকারি চাকরি করতে করতে পরীক্ষায় বসছেন, একদিকে চাকরি, অন্যদিকে পড়া চালিয়ে যেতে হয়েছে। অন্যদিকে যাঁরা সরকারি চাকরি না করেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, গত ছয়-আট মাস তাঁরা বাইরে প্র্যাকটিস, চেম্বার সবকিছুই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কোনও রোজগার নেই। কারণ দেশের অন্যতম কঠিন পরীক্ষা এই নিট পিজি। প্রথমবারে ১০ শতাংশও পাশ করেন কি না সন্দেহ। দিনরাত ধ্যানজ্ঞান একটাই রাখতে হয়, পড়া, পড়া আর পড়া। এমন একটি পরীক্ষার জন্য বারবার প্রস্তুতি নেওয়ার পর যদি দিন পিছোতে থাকে, স্থগিত হতে থাকে, একে ছেলেখেলা হচ্ছে ছাড়া কী বলব?’ দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় পাশ করলে তবেই এমডি-এমএস’এর মতো স্পেশালিস্ট পাঠ্যক্রমে পড়াশোনার সুযোগ পান চিকিৎসকরা। পরিস্থিতি এমনই হয়েছে, সামান্য অসুখ হলেও মানুষ খোঁজেন এমডি বা এমএস ডাক্তারের চেম্বার।  
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে কর্মরত। তারই মধ্যে গত সাত-আট মাস ধরে নিট পিজি’র প্রস্তুতি চালিয়ে গিয়েছেন ডাঃ রাজীব বিশ্বাস। বললেন, ‘গতবারও র‌্যাঙ্ক করেছিলাম। কিন্তু কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে পছন্দের বিষয় পাইনি। তাই এবারও পরীক্ষায় বসব বলে মনস্থির করি। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, কেন্দ্রীয় সরকার বা এনটিএ দুর্নীতির স্তূপের উপর দাঁড়িয়ে।’ রাজীব বলেন, ‘স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হল, এইসব বেকার কথা বলা হচ্ছে। ওরা জানতে পেরেছিল এই পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে গিয়েছে। তাই মুখ পোড়ার ভয়ে পরীক্ষা বাতিল করেছে।’  মালদহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ পার্থপ্রতিম মণ্ডলও নিটের প্রস্তুতি নিয়েছিলেন। বললেন, ‘আমার কেন্দ্র ছিল বজবজ। সকাল সাড়ে আটটার মধ্যে ঢুকতে হবে। তাই শনিবার রাতে আগেভাগে শুয়ে পড়ি। সকালে রেডি হচ্ছি, সে সময় মোবাইলের দিকে তাকিয়ে দেখি এই অবস্থা! বলি, হচ্ছেটা কী? দক্ষিণবঙ্গের অনেকের শিলিগুড়িতে, কলকাতার অনেকের বর্ধমানে সেন্টার পড়েছিল। তারা এক-দু’দিন আগে পৌঁছে হোটেল ভাড়া করে থাকছিল। এত ছেলেমেয়ের এত পরিশ্রম, অধ্যাবসায়, চেষ্টা, সব নষ্ট করল কেন্দ্রীয় সরকার।’
4d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা