বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেও থমকে, ভারী বৃষ্টির সম্ভাবনা কমই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনও তা সক্রিয় নয়। বিক্ষিপ্তভাবে এখানে ওখানে হাল্কা বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও পরিস্থিতি এরকমই থাকবে। আগামী কাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির জন্য এখনও অপেক্ষায় থাকতে হবে। জুন মাসের ২৮-২৯ তারিখ নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে। সেটির প্রভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরের কোনও জায়গায় নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার উপর বিষয়টি অনেকটাই নির্ভর করছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। ওড়িশা উপকূলে এটি তৈরি হলে সেখানে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ হলে দক্ষিণবঙ্গে প্রভাব বেশি পড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এইসময়ে এটা কলকাতার স্বাভাবিক তাপমাত্রা। 
শুক্রবার প্রবেশের পর দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতি হয়নি। গোটা ওড়িশায় মৌসুমি বায়ু প্রবেশ করে গিয়েছে। সেখানে উত্তরবঙ্গে পুরোপুরি ও দক্ষিণবঙ্গের অর্ধেকের কাছাকাছি অংশে বর্ষার প্রবেশ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় এখনও বর্ষা আসেনি। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূম জেলায় আংশিকভাবে বর্ষা  ঢুকেছে। বর্ষা পুরো ঢুকেছে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ জেলা, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
7Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা