উত্তরবঙ্গ

আবাসের জন্য ব্লক অফিসে আবেদনের হিড়িক বঞ্চিতদের

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকে আবাস প্লাস তালিকায় নাম না ওঠা পরিবারগুলি আবেদনপত্র নিয়ে ভিড় করছে ব্লক অফিসে। সেখানে নির্দিষ্ট বাক্সে আবেদন জমা দিয়ে তাঁরা এখন ঘর পাওয়ার আশায় দিন গুনছেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে সরকারি আধিকারিকরা সমীক্ষার পর জিও ট্যাগ করে তালিকায় উপভোক্তাদের নাম তুলেছিলেন। ৭ বছর আগে অনেকেরই কাঁচা বাড়ি ছিল। তাঁদের অনেকে ঋণ নিয়ে পাকা বাড়ি করে নিয়েছেন। ২০১৮ সালে নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হলে দেখা যায় অনেক প্রকৃত উপভোক্তা বাদ পড়ে গিয়েছেন। 
২০২২ সালে দ্বিতীয় সার্ভেতে ফের অনেক উপভোক্তার নাম বাদ পড়ে যায়। কেন্দ্র আবাস যোজনার টাকা আটকে রাখার কারণে রাজ্য সরকার আবাস প্লাস প্রকল্পে ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য গত ২১ অক্টোবর ফের শুরু হয় সার্ভে। সেই তালিকায় নাম না থাকায় হতাশ অনেক প্রকৃত উপভোক্তা।
অভিযোগ, যাঁদের পাকা বাড়ি, গাড়ি ও জমি রয়েছে। তাদের তালিকায় নাম রয়েছে। অথচ যাদের ত্রিপল টাঙিয়ে থাকতে হয়, তাঁরা বঞ্চিত হয়েছেন।  মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা সেবি বিবি বলেন, ২০১৮ সালের তালিকায় আমার নাম ছিল। তখন কাঁচা বাড়ি ছিল, এখনও সেটি আছে। ২০২২ সালে সার্ভের পর নাম বাদ যায়। স্বামী দিনমজুর। কোনও রকমে দিন গুজরান করছি। যারা ঘর পাবার যোগ্য নয়, তাদের নাম তালিকায় রয়েছে। ফের নতুনভাবে ব্লকে আবেদন করলাম। একই বক্তব্য রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘোরট গ্রামের হুসনেরা বিবিরও। হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, সরকারিভাবে নোটিস জারি করা হয়নি। ব্লকের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকার নির্দেশ দিলে সেগুলি খতিয়ে দেখা হবে।
(আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে।-নিজস্ব চিত্র)
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা