উত্তরবঙ্গ

মাফিয়াদের দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫ জন জখম, বালি পাচার করতে চরের দখল নিয়ে লড়াই

সংবাদদাতা, পতিরাম: বর্ষার পর থেকেই রমরমিয়ে বালি পাচার চলছিল বালুরঘাটে আত্রেয়ীর বিভিন্ন ঘাটে। পুজোর সময় সরকারি বিভিন্ন দপ্তর ছুটি থাকায় ওই সমস্ত এলাকাকে কার্যত পাচারের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল মাফিয়ারা। এবার সেই চরের দখল নিয়ে সংঘর্ষে জখম হল দু’পক্ষের ১৫ জন।
গত কয়েকদিন বালি পাচার নিয়ে ‘বর্তমান’ পত্রিকায় ধারাবাহিক খবর প্রকাশের পরই নড়েচড়ে বসেছিল প্রশাসন। বেশকয়েকটি জায়গায় পুলিস ও প্রশাসনের নজরদারির ফলে চিন্তায় পড়ে গিয়েছে মাফিয়ারা। বালি তোলার এলাকা কমে আসায় এবারে মাফিয়াদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চর দখলের লড়াই শুরু হয়েছে। সেরকমই একটি ঘটনায় শনিবার রাতে সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছেন, বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘড়া এলাকায় রাতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বাঁশ, লাঠি, রড নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে জনা চল্লিশেক লোক। আহত কয়েকজনকে খাসপুর গ্রামীণ হাসপাতাল এবং বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় বালুরঘাটে ভর্তি দু’জন। সংঘর্ষের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিস বাহিনী। দু’পক্ষই থানার দ্বারস্থ হয়েছে। সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত শুরু হয়েছে। 
পুলিস সূত্রে খবর, বালুরঘাটের পাগলিগঞ্জ থেকে একেবারে ডাঙ্গি। অন্যদিকে, পতিরাম, কুমারগঞ্জের বিস্তীর্ণ এলাকাগুলিতে বহু নদীর চর থেকে বালি তোলা হয়। সম্প্রতি বোয়ালদার পঞ্চায়েতের পাগলিগঞ্জের ওপার, ফুলঘড়া, পার্বতীপুর সহ বহু জায়গায় নতুন করে বালি পাচার শুরু হয়েছে। ফুলঘড়া গ্রামের নদীর বাঁধ কেটে রাস্তা বানিয়ে এবং কৃষিজমির ভিতর দিয়ে বালি পাচার হচ্ছে। ওই গ্রাম থেকে নদীর চরে যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয় পাচারকারীরা। তা নিয়ে শুরু হয় গণ্ডগোল।
এবিষয়ে মাহিষ্যপাড়ার এক বাসিন্দা বলেন, ওই নদীর চরে আমাদের জমি রয়েছে। কিন্তু সেখানে ট্রাক্টর নামিয়ে অন্য পাড়ার লোকেরা অবৈধভাবে বালি তুলে নিয়ে যায়। আমরা বাঁশ দিয়ে ঘেরা দিয়েছিলাম। গতকাল রাতে আমাদের পাড়ার ছেলেদের উপর মাফিয়ারা হামলা চালায়। আমাদের সাতজন আহত হয়েছে। একজন গুরুতর জখম। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 
অন্যদিকে, মল্লিকপাড়ার এক বাসিন্দার কথায়, অন্য পাড়ার সবার বাড়িতেই ট্রাক্টর রয়েছে। তারা বালি পাচার করে। আমরা প্রতিবাদ করলেই মাহিষ্যপাড়ার ছেলেরা বেধড়ক মারধর করেছে। আমাদের হাসপাতালেও যেতে দেয়নি। আমরা চাই, পুলিস নিরপেক্ষ তদন্ত করুক। তাহলে সত্য ঘটনা জানা যাবে। 
বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক মাহাতোর কথায়, দুই পাড়ার মধ্যে ঝামেলা হয়েছে। আইন আইনের পথেই চলবে। অবৈধভাবে যাতে বালি তোলা না হয়, তার জন্য আমরা প্রশাসনকে আগেই জানিয়েছি। এদিকে নদী থেকে বালি তোলা বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করছে জেলা প্রশাসন। পাচার রুখতে ঘাট লিজ দেওয়ার জন্য রাজ্যের কাছে অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছেন জেলাশাসক। এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ বলেন, গণ্ডগোলের বিষয়টি  জানি না। তবে বালি পাচার বন্ধ করতে লাগাতার অভিযান চলছে। বিভিন্ন জায়গায় মজুত করা বালি বাজেয়াপ্ত করা হচ্ছে। অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। - নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা