উত্তরবঙ্গ

সিতাইয়ের মানুষের কাছে ঋণ হিসেবে ভোট চাইলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়

সংবাদদাতা, দিনহাটা: রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় শনিবার সিতাইয়ে ভারত সেবাশ্রমের মাঠে সভা করলেন। রাজ্যের ছ’টি উপ নির্বাচনে বিরোধীরা পরাভূত হবে। সিতাইয়ে জয় নিশ্চিত, এখন শুধু রেকর্ড গড়ার পালা বাকি বলে তিনি দাবি করেন। সিতাইয়ের মানুষের কাছে তিনি ভোট ঋণ হিসেবে চান। উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করে দেবেন বলে কথা দেন মন্ত্রী। ওই সভায় ভোটের দিন বিরোধীদের গোল রক্ষকশূন্য গোলপোস্টে সঠিকভাবে বল মারার নির্দেশ দেন কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া। বিজেপি বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। এবারে উপ নির্বাচনে তার জবাব পাবে বলে দাবি করেন প্রার্থী সঙ্গীতা রায়। ওকরাবাড়ির অন্য একটি সভায় বিজেপি বিধায়কদের কটাক্ষ করে বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জামানত বাজেয়াপ্ত হবে বলেই কোচবিহার ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বিজেপি বিধায়করা। বিজেপি অবশ্য বিষয়টিকে কটাক্ষ করেছে।
মন্ত্রী পুলক রায় বলেন, আমি কোনও রাজনৈতিক জ্যোতিষী নই। তবে উত্তরবঙ্গে প্রচারে এসে যা বুঝলাম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। সেই কারণেই উত্তরবঙ্গের দু’টি আসন সহ রাজ্যের প্রতিটি উপ নির্বাচনে জয়ী হবে তৃণমূল। বাংলার মানুষ ঋণ হিসেবে আমাদের ভোট দেবেন। আমরা উন্নয়নের মাধ্যমে সেই  ঋণ পরিশোধ করব।
সাংসদ জগদীশ বসুনিয়া বলেন, সিতাইয়ের মাঠ বিরোধী শূন্য হয়েছে ইতিমধ্যেই। ভোটের দিন বিরোধীদের  গোলপোস্টে গোলরক্ষক থাকবে না। পেনাল্টিতে বল যাতে সঠিকভাবেই গোলে ঢুকতে পারে সেদিকে নজর রাখতে হবে। 
কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি। কলকাতার তৃণমূলের নেতারা উত্তরবঙ্গের মাটি সম্পর্কে জানেন না। সেই কারণেই এসব প্রচার করছেন। ফল বেরোলেই বোঝা যাবে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। দল আমাকে মাদারিহাটের দায়িত্ব দিয়েছে। আমি ছাড়া সমস্ত বিধায়ক সিতাই বিধানসভায় প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা