উত্তরবঙ্গ

শববাহী গাড়ি পড়ে নষ্ট হচ্ছে, বিনামূল্যে দেহ বহনের পরিষেবা থেকে বঞ্চিত দুঃস্থরা

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার দেওয়া শববাহী গাড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে। নতুন আইডি ওয়ার্ডের চত্বরের এক কোণে ফেলে রাখা হয়েছে গাড়িটি। ঝড়-বৃষ্টিতে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে এই গাড়ির। ফলে ঘোষিত সিদ্ধান্ত মতো দুঃস্থ পরিবারগুলি বিনামূল্যে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আলাদা করে শববাহী গাড়ি ভাড়া করে মৃতদেহ বাড়ি নিয়ে যেতে হচ্ছে গরিব পরিবারগুলিকে।
গত বছর মে মাসে বেসরকারি অ্যাম্বুল্যান্সের জুলুমবাজিতে নিজের পাঁচ মাসের শিশু সন্তানের মৃতদেহকে জামাকাপড়ের ব্যাগে ভরে বাড়ি নিয়ে ফিরেছিলেন হতভাগ্য দরিদ্র পিতা কালিয়াগঞ্জের অসীম দেবশর্মা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়েছিল। পুনরাবৃত্তি ঠেকাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে একটি শববাহী গাড়ি দেয় শিলিগুড়ি পুরসভা।
সিদ্ধান্ত হয়েছিল, হাসপাতালে কেউ মারা গেলে পরিবারকে মৃতদেহ তুলে দেওয়ার সময় জানতে চাওয়া হবে, দেহ নিয়ে যাওয়ার জন্য তাঁরা কী ব্যবস্থা করেছেন। কেউ অপারগতার কথা জানালে হাসপাতালের খরচে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মৃতদেহ বহনের ক্ষেত্রে এই পরিষেবার কথা প্রচারের জন্য হাসপাতাল চত্বরে বোর্ড লাগানো হবে। কিন্তু এক বছরেও একটা বোর্ড লাগাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে শববাহী গাড়ি ফেলে রাখায় রোগীর পরিবারগুলির সমালোচনায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই প্রসঙ্গে হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, আমাদের হাসপাতালের একজন ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হওয়ার পর থেকে সে কাজ করতে পারছে না। ড্রাইভারের অভাবে এই শববাহী গাড়ি চালানো যাচ্ছে না।  এছাড়াও কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে। সর্বশেষ পরিস্থিতি কী রয়েছে, পরিষেবা কেন দেওয়া যাচ্ছে না, সেটা খোঁজ নিয়ে দেখব।
গত বছরের ওই ঘটনার পর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণে আনতে বেশকিছু সিদ্ধান্ত নেয়। তাতে ঠিক হয়েছিল, বেসরকারি অ্যাম্বুল্যান্সকে হাসপাতালের থেকে দেওয়া স্টিকার ব্যবহার করতে হবে। হাসপাতালের একটি এলাকা ফেন্সিং দিয়ে ঘেরা থাকবে। সেই ফেন্সিংয়ের মধ্যে একসঙ্গে ৩০টি বেসরকারি অ্যাম্বুল্যান্স থাকতে পারবে। এই নির্দেশ অমান্য করলে প্রথমে সেই অ্যাম্বুল্যান্সকে বাইরে সরিয়ে দেওয়া হবে। তাতেও কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর কোনটাই বাস্তবায়িত হয়নি। আগের মতোই হাসপাতাল চত্বরে অবাধে থাকছে বেসরকরি অ্যাম্বুল্যান্স। অভিযোগ, বন্ধ হয়নি ভাড়ার জুলুমও।  নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা