উত্তরবঙ্গ

কালীদৌড় দেখতে ভিড় মালতীপুরে

সংবাদদাতা, চাঁচল: ঢাকের বাদ্যি, বাজি, পটকার আওয়াজের সঙ্গে রোশনাই। দৌড়ে রয়েছে আম, চনকা, হাট, শ্যামা, হান্টা, বুড়ি ও বাজার কালী। পাশ থেকে কেউ কেউ দিচ্ছেন উলুধ্বনি। সেই মুহূর্ত ধরে রাখতে ক্যামেরা হাতে তৈরি দর্শনার্থীরা। শুক্রবার রাতে রাজ আমলে শুরু হওয়া প্রায় তিনশো বছরের পুরনো প্রথা কালীদৌড় দেখতে মালদহের মালতীপুরে ভিড় জমালেন মহকুমার কয়েক হাজার মানুষ। 
কমিটি সূত্রে জানা গিয়েছে, দৌড় প্রতিযোগিতার কথা ভেবে কাঁধে নিয়ে যাওয়া যায় এমন প্রতিমা গড়া হয়। আমকালী বিসর্জনের পর রাত নটা থেকে শুরু হয় অন্যান্য কালী প্রতিমার দৌড়। চলে দুই ঘণ্টা। পরে প্রতিমাগুলিকে বিসর্জনে নিয়ে যাওয়া হয়। দৌড়ের মাঝেই ঢাক বাজিয়ে ও পাটকাঠির আঁটিতে আগুন জ্বালিয়ে বাজি, পটকা পুড়িয়ে গ্রামের গলিপথগুলিতে প্রদক্ষিণ করা হয় সাতবার। মালতীপুর সর্বজনীন দুর্গা মণ্ডপের সামনে সমস্ত প্রতিমা একত্রিত করে এক দেবীর সঙ্গে আরেক দেবীর প্রতিমা সামনাসামনি আনা হয়। 
কথিত রয়েছে, চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়। রাজা ও তাঁর পরিবারের সদস্যরা হাতিতে চেপে কালীদৌড় দেখতে হাজির হতেন। প্রথমদিকে রাজার বুড়ি কালী ও প্রজাদের বাজার কালী দিয়েই প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরে আরও পাঁচটি কমিটি এই দৌড়ে শামিল হয়। জয়ীদের পুরস্কৃত করতেন রাজা। দৌড় প্রথা আজও অটুট। তবে পুরস্কার দেওয়ার রীতি আর নেই। সেই দৌড় দেখতে পুণ্যার্থীদের যাতে সমস্যা না হয়, শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু। 
মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, কালী দৌড় অদ্ভূত দৃশ্য। এটা রাজ্যের আর কোথাও হয় না। চাঁচলের সুদীপ্ত ঘোষ বলেন, প্রতিবছর পরিবার নিয়ে এখানে আসি এই কালীদৌড় দেখার জন্য।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা