উত্তরবঙ্গ

বরাদ্দ খরচে দঃ দিনাজপুর জেলা পরিষদ রাজ্যে তালিকার শেষ স্থানে

সংবাদদাতা, বালুরঘাট: পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের ক্ষেত্রে রাজ্যে একদম পিছনে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। ২২ কোটি ৭৩ লক্ষের মধ্যে মাত্র ৬ কোটি টাকা খরচ হয়েছে। যা বরাদ্দ অর্থের মাত্র ২৯ শতাংশ। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পঞ্চায়েত দপ্তর একাধিকবার বৈঠক করে সতর্ক করেছিলেন। প্রশাসন থেকে ৩১ আগস্টের মধ্যে টাকা খরচের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও ব্যর্থ জেলা পরিষদ। বর্ষার জন্য কাজ থমকে থাকা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। জেলার পঞ্চায়েত আধিকারিক সুব্রত মজুমদার বলেন, আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলিকে বলেছি ৩১ আগস্টের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা শেষ করতে। কারণ আমরা রাজ্যে একদম পিছনে রয়েছি। আশা করছি দ্রুত ভালো জায়গায় পৌঁছে যাব। বর্ষার জন্য বেশি কাজ করা সম্ভব হয়নি। চলতে থাকা কাজের বিল জমা হলে অবস্থানের উন্নতি হবে বলে মনে করছি আমরা। ৬০ শতাংশ খরচ করতে না পারলে কমিশনের পরের বরাদ্দ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ আগস্টের রিপোর্ট অনুযায়ী জেলা পরিষদ ২৯ শতাংশ, পঞ্চায়েত সমিতি ৪৯ শতাংশ, গ্রাম পঞ্চায়েতে ৫৩ শতাংশ অর্থ খরচ করেছে। উন্নয়নমূলক কাজে পিছিয়ে পড়ার জন্য জেলা প্রশাসন ব্যাপক চিন্তায় রয়েছে। খোদ নবান্ন থেকে হরিরামপুর ও তপনের বিডিওকে তলব করে দ্রুত কাজ করার কথা বলা হয়েছিল। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিন্তা বাড়ছে জেলা প্রশাসনের।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা