রাজ্য

পড়ুয়ার অভাবে ধুঁকতে থাকা স্কুল মিশে যাবে চালু বিদ্যালয়ের সঙ্গেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অল্প সংখ্যক ছাত্র বা একেবারে শূন্য পড়ুয়ার স্কুলগুলিকে অন্য চালু স্কুলের সঙ্গে সম্পৃক্ত বা মার্জ করা হবে। অর্থাৎ, পড়ুয়ার সঙ্কটে পড়া স্কুলগুলির পরিকাঠামো এবং শিক্ষকদের ব্যবহার করতে পারবে ব্যস্ত স্কুলগুলি। সোমবার কলকাতায় একটি স্কুলের অনুষ্ঠানে এসে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইতিমধ্যেই ববি হাকিমের (কলকাতা পুরসভা পরিচালিত) দুটি স্কুল মার্জ করা নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। রাজ্য সরকার ছাত্র ও শিক্ষক অনুপাত বা পিউপিল টিচার রেশিও (পিটিআর) নিয়ে রিপোর্ট তৈরি করছে। সেটা হয়ে গেলেই রাজ্যে এই ব্যবস্থা আরও বেশি করে কার্যকর হবে।
শিক্ষাদপ্তর ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের শিক্ষক সংখ্যা, শূন্যপদ, পড়ুয়াদের সংখ্যা এবং শূন্য আসনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তার ভিত্তিতেই চলবে পরিকল্পনা। ওয়াকিবহাল মহলের দাবি, বহু স্কুলে শিক্ষক পদ ফাঁকা রয়েছে, এটা যেমন সত্যি, তেমনই বহু স্কুলে পড়ুয়া না-থাকলেও একাধিক শিক্ষকও রয়েছেন। এই অসামঞ্জস্য দূর করতে চলছে শিক্ষকদের র‌্যাশনালাইজেশন প্রক্রিয়া। অর্থাৎ, শিক্ষক সঙ্কট রয়েছে এমন স্কুলগুলিতে বাড়তি শিক্ষকদের বদলি করা হচ্ছে। এর পাশাপাশি স্কুলের সংযুক্তিকরণও চললে শিক্ষক-ছাত্রের অভাব অনেকাংশেই মিটে যাবে। যদিও, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলছুটের সমস্যা এদিন মেনে নিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, আর্থিক কারণে অনেক পরিবারে ক্লাস টেনের পরে সন্তানদের পড়ানোর অনীহা তৈরি হতে পারে। তবে, কেন্দ্রের ‘ইউডাইস’ রিপোর্টে যে এই হারকে ১২ শতাংশের বেশি দাবি করা হয়েছে, তার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা