রাজ্য

এসআই সহ মোট ৬৭৩টি শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার পুলিস, দমকল সহ বিভিন্ন দপ্তরে মোট ৬৭৩টি শূন্যপদ সৃষ্টির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। তার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিসে সাব-ইনসপেক্টরের (এসআই) ৪৯৪টি পদ সৃষ্টি হয়েছে। এছাড়া অগ্নিনির্বাপণ দপ্তরের জন্য ১২২টি সহ আরও একাধিক দপ্তরেও নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সূত্রের খবর, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছনো নিশ্চিত করতে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক দপ্তরের কাজ নিয়েও। নির্দিষ্ট একটি মামলায় ঢিলেঢালা মনোভাব নিয়েও উষ্মা প্রকাশসহ মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। বাড়ি বাড়ি জলের সংযোগের কাজে আরও জোর দিতে বলা হয়েছে। ওইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে জলের পাইপ পাতার পরে রাস্তা মেরামতির কাজ দ্রুত সেরে ফেলতে হবে। ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ওড়িশায় বাঙালিদের উপর আক্রমণের বিষয়টিও মন্ত্রিসভার এদিনের বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হয়। কারণ আক্রান্তরা এরাজ্যেরই পরিযায়ী শ্রমিক। এই বিষয় নিয়ে আগেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে এবার ওড়িশা রাজ্য প্রশাসনের সঙ্গেও আলোচনার নির্দেশ দিলেন মখ্যমন্ত্রী। ওড়িশা প্রশাসনের সঙ্গে কথা বলবেন বাংলার মুখ্যসচিব বি পি গোপালিকা। 
অন্যদিকে, উন্নত প্রযুক্তিতে ৫০ লক্ষ আলুচারা তৈরির লক্ষ্য নিয়েও এদিন নবান্নে একটি বৈঠক হয়। ভালো আলুবীজ উৎপাদন এবং কৃষি বিভাগের বিভিন্ন গবেষণা শাখার প্রকল্পগুলি নিয়ে এদিন পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাতে আরও ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, বিভাগীয় সচিব ওঙ্কার সিং মীনা প্রমুখ।
 নবান্নে বৈঠকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
23d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা