রাজ্য

সিবিআইয়ের উপর চাপ বৃদ্ধির আবেদন ‘অভয়া’র মা-বাবার, দ্রুত তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, বরানগর: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সিবিআইয়ের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর-কাণ্ডে এখনও কেউ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার না হওয়ায় সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই একই সুর শোনা গেল নিহত চিকিৎসকের মা-বাবার গলায়। বুধবার মমতা ও অভিষেকের সিবিআই-মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা বলেন, ‘ওঁরা ভালো কথাই বলেছেন। আমরাও চাই, সবাই সিবিআইয়ের উপর চাপ বাড়াক। আমরাও দ্রুত তদন্তের আবেদন জানিয়েছি সিবিআইকে।’ এদিন সকালে সিবিআইয়ের দুই মহিলা আধিকারিক একটি নীল রঙের ফাইল হাতে নিয়ে সোদপুরে নিহত চিকিৎসকের বাড়িতে আসেন। প্রায় ৪৫ মিনিট তাঁরা বাবা ও মায়ের সঙ্গে কথা বলে বেরিয়ে যান। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি তাঁরা। তারপর চিকিৎসকের বাবা ও মা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, ‘আমরাও সিবিআইকে বলেছি, আপনাদের এত সুনাম। তাড়াতাড়ি বিহিত করুন। ওঁরা বলেছেন, আমাদের যা ক্ষমতা আছে, তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন সিবিআইয়ের উপর ভরসা রাখা ছাড়া কোনও উপায় নেই। কারও না কারও উপর তো ভরসা করতে হবে। প্রথমে পুলিসের উপর ভরসা করেছিলাম। কিন্তু দু’-তিনদিন পর পুলিসের কাজ দেখে হতাশ হয়ে পড়ি। এরপর নিরপেক্ষ তদন্ত এজেন্সির জন্য কোর্টে গিয়েছিলাম।’ বিজেপির বুধবারের বন্‌ধ ঩নিয়ে তাঁরা বলেন, ‘আমরা এই বন্ধ সমর্থনও করিনি, ব্যর্থ হোকও চাইনি। তবে মানুষের দুর্ভোগ সমর্থন করি না। চাই যে প্রতিবাদ জারি থাকুক। মারামারি, গুলি চলার ঘটনা আমাদের কষ্ট দিচ্ছে।’
23d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা