রাজ্য

দুর্ভোগ জিইয়ে রাখতে আজই বিজেপির বন্‌ধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে ১৯ দিন ধরে রাজ্যের লক্ষ লক্ষ রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিদিন মিটিং-মিছিলে অবরুদ্ধ হচ্ছে বাংলা। লাগাতার অশান্তির আবহে ক্রমেই ছন্দ হারাচ্ছে বঙ্গ জীবন। মঙ্গলবার ‘ছাত্র সমাজের’ ব্যানারে আয়োজিত নবান্ন অভিযানের হিংসাত্মক ছবি আম জনতার মনে একইসঙ্গে ভীতি ও হতাশার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি জিইয়ে রাখতে আজ, বুধবার ১২ ঘণ্টা বাংলা বন্‌঩ধের ডাক দিল বিজেপি। দিনভর অশান্তি শেষে বিকেলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলায় গণতন্ত্র-স্বাধীনতা-সুরক্ষা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্‌ধ সফল করুন।’ যদিও কঠোর হাতে এর মোকাবিলা করা হবে বলে স্পষ্ট জানিয়েছে নবান্ন। রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য  ও ব্রাত্য বসু বন্‌ধ ব্যর্থ করে জনজীবন স্বাভাবিক রাখার জন্য মানুষের কাছে আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির ডাকা বন্‌ধ কোনও অবস্থাতেই মানা হবে না। জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা নেবে। অফিস আদালত, দোকান-বাজার সব খোলা থাকবে। যানবহন চলাচল করবে।’ 
বুধবারই তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেসেরও কর্মসূচি রয়েছে। তৃণমূলের মঞ্চে একইসঙ্গে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবারই বহু মানুষ দূরের জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। তার মধ্যে বিজেপির বন্‌ধ নতুন করে উস্কানি এবং প্ররোচনার জন্ম দেবে—এই আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। তাতে বাড়তি সতর্ক পুলিসও। রাজ‌্য পুলিসের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা ও এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছেন, বন্‌঩ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। চন্দ্রিমাদেবীর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বন্‌ধ শব্দটি পশ্চিমবঙ্গে অচল হয়ে গিয়েছে। প্ররোচনা দিয়ে গোলমাল বাধানোর জন্য বিজেপি বন্‌ধ ডেকেছে।’ সরকারি অফিসে আজ কর্মীদের ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে অর্থদপ্তরও নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বুধবার সরকারি কর্মীদের ছুটি নেওয়ার উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এরইমধ্যে অবশ্য নবান্ন অভিযানে যোগ দিতে এসে হাওড়া স্টেশন থেকে চার ছাত্র নিখোঁজ—এমনই অভিযোগে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের পরিবার। অভিযোগ, এই চার ছাত্র হাওড়ায় স্বেচ্ছাসেবকদের খাবার প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন। তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকী ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এদিন বিষয়টি নিয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বুধবার এই মামলার শুনানি। এদিন বিকেলে সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ‘বেশ কিছু ছাত্রকে কলকাতা পুলিস অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখে দিয়েছে।’ তাঁদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবুর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল লালবাজার অভিযানে শামিল হন। ছোট লালবাড়ির অনেক আগেই বিজেপির পথ আটকায় বিরাট পুলিস বাহিনী। দুই পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে কলকাতা পুলিস নাগাড়ে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। ধোঁয়ার তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি।
24d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা