রাজ্য

রেলের টাকা তছরুপ, প্রাক্তন বুকিং সুপারভাইজারের ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেনের টিকিট বিক্রির ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। ২০০৮ সালে দায়ের করা সেই মামলায় তৎকালীন ঘুটিয়ারি শরিফের বুকিং সুপারভাইজারকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। সম্প্রতি আলিপুরের প্রথম বিশেষ আদালতের বিচারক কুমকুম সিনহা ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল হাজতের নির্দেশ দেন। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক অভিযুক্ত রেল অফিসারকে আদালত বেকসুর খালাস দেয়। যদিও আদালতে তিনি দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। 
এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি প্রদীপ সাধুখাঁ সোমবার জানান, ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেলওয়ে টিকিট বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ২০০৬ সালের ১ আগস্ট থেকে ২০০৭ সালের ১০ মার্চের মধ্যে। তিনি জানান, ওই সময় মোট টিকিট বিক্রি হয়েছিল ৯ লক্ষ ৬১ হাজার ২৮৯ টাকা। পরবর্তী সময় রেলের নজরে আসে ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০ টাকার কোনও হদিশ মিলছে না। এরপরই বিষয়টি নিয়ে রেলের তরফে অনুসন্ধান শুরু হয়। তখনই আর্থিক তছরূপের বিষয়টি সামনে আসে। ২০০৮ সালের ২৯ এপ্রিল অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৩০ এপ্রিল অভিযুক্ত ওই বুকিং সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রায় তিন মাস পরে তিনি জামিন পান। তদন্ত শেষে রেল পুলিসের তরফে চার্জশিট দেওয়া হয় ২০১০ সালের ৯ মার্চ। চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর রায় ঘোষিত হল। সরকারি কৌঁসুলি বলেন,‘দেরিতে হলেও অপরাধী সাজাপ্রাপ্ত হয়েছেন, এটাই সন্তোষের বিষয়।’  
25d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা