রাজ্য

অভিষেকের নম্বর জাল: পুলিসের জালে আরও ১

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর জাল করে সম্প্রতি প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিস দিল্লি থেকে গ্রেপ্তার করেছিল এক রূপান্তরকামী সহ দু’জনকে। তাঁদের লাগাতার জেরা করে বুধবার রাতে হুগলির পাণ্ডুয়া থেকে আরও এক ব্যক্তিকে গোয়েন্দারা করেন। ধৃতের নাম অরিন্দম ঘোষ। ওই ব্যক্তি এই অসাধু কাজে অভিযুক্তদের সফটওয়্যার সাপোর্ট দিয়েছিল। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। মুখ্য সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, পুলিস জানতে পেরেছে, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত। তাদের খুঁজতে ধৃতকে হেফাজতে নেওয়া একান্ত জরুরি। অন্যদিকে, এই মামলায় আগেই গ্রেপ্তার হওয়া রূপান্তরকামী সোফিয়া চক্রবর্তী ও অভিষেক চৌধুরীকে এদিন আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা যে কোনও শর্তে জামিনের আর্জি জানান। সরকারি কৌঁসুলি বলেন, এই ঘটনায় একটি চক্র সক্রিয়। তাই এই তদন্ত চলাকালীন কোনও অভিযুক্তকেই জামিন দেওয়া ঠিক হবে না। বিচারক মামলার নথি ও কেস‑ডায়েরি খতিয়ে দেখে তিনজনকেই ২৬ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।আদালত সূত্রের খবর, সম্প্রতি রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে একটি ফোন আসে। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে নম্বর জাল করায় তাঁর ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভেসে ওঠে। ফোন রিসিভ করলে অভিযুক্ত নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে পরিচয় দেয়। কিন্তু কণ্ঠস্বর শুনে ভাইস চেয়ারম্যানের সন্দেহ হয়। এরপর এ নিয়ে পুলিসে অভিযোগ দায়ের করা হয়।
5d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা