রাজ্য

বাঙালি কারিগরদের সৃজনশীলতা চেনাতে গয়নার শো মুম্বইতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে গড়া সোনা বা হিরের গয়নার কদর শুধু দেশীয় বাজারেই আটকে নেই। ভারতীয় কারিগরদের তৈরি গয়নার নামডাক বিশ্বজুড়েই। যাঁরা গয়না গড়েন, তাঁদের সিংহভাগই বাঙালি। কারিগরদের সৃজনশীল প্রতিভাকে আরও বেশি বাজারমুখী করতে মুম্বইতে আয়োজিত হতে চলেছে কারিগর ট্যালেন্ট জুয়েলারি শো। দেশের খুচরো বিক্রেতারা যাতে মেশিন গয়না ছেড়ে আরও বেশি করে কারিগরদের তৈরি গয়না বিক্রিতে বেশি জোর দেন, তার জন্যই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মুম্বইয়ের জাভেরি বাজারে সোনার কাজ করেন হাজার হাজার কারিগর। তাঁদের মধ্যে বাঙালি কারিগরের সংখ্যাই সবথেকে বেশি। তাঁদের সংগঠন ‘বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সমিতি’ এই প্রদর্শনীর আয়োজন করছে। জাভেরি বাজারের হালাই লোহানা মহাজন ট্রাস্টে সাত থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে শো। সংগঠনের প্রধান কর্তা কালীদাস সিংহ রায় বলেন, ‘কারিগরদের পাশে দাঁড়াতে আমরা গতবার ছোট আকারে এই প্রদর্শনীর আয়োজন করেছিলাম। মাত্র ৩০টি স্টল ছিল প্রদর্শনীতে। কিন্তু দেশের নানা প্রান্ত থেকে স্বর্ণ ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় পাঁচ হাজার মানুষ এসেছিলেন। এবার স্টলের সংখ্যা ৬০ পেরিয়ে যাবে। আশা করছি আরও বেশি ব্যবসায়ী হাজির হবেন।’ তবে এই আয়োজন সাধারণ ক্রেতাদের জন্য নয় জানান কালীদাসবাবু। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা এখানে আসবেন, গয়নার নকশা পছন্দ করবেন এবং সেই মতো বরাত দেবেন। বাঙালি কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতা কতটা, সেটাই দেখবেন তাঁরা। যাঁরা সোনা বা হিরের কাজ করেন, তাঁদের বাজার পাইয়ে দেওয়া জরুরি। এই উদ্যোগের ফলে শিল্পীরা উপকৃত হবেন বলে আশা করছি আমরা।’ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার বলেন, ‘মুম্বইয়ে কোনও প্রদর্শনী হলে, তার ব্যপ্তি থাকে দেশজুড়ে। আমাদের আশা, দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি কলকাতা থেকেও ব্যবসায়ীরা যাবেন প্রদর্শনীতে। কয়েকশো কোটি টাকার অর্ডার পাবেন শিল্পীরা। শুধু যে বাণিজ্যিকভাবেই তাঁরা লাভবান হবেন তা নয়, বাঙালি কারিগরদের সুনাম আরও বাড়বে।’
4d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর শিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি। নতুন কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। প্রেম প্রণয় যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৬৯ টাকা১০৭.১৪ টাকা
ইউরো৮৭.৬৮ টাকা৯০.৭৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা