রাজ্য

রাজ্যজুড়ে বেআইনি লটারির বিরুদ্ধে তল্লাশি, সিআইডির হাতে ধৃত ৩২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে চলা বেআইনি লটারির বিরুদ্ধে অভিযানে নামল সিআইডি। বৃহস্পতিবার সকাল থেকেই সমস্ত জেলায় একযোগের তল্লাশি শুরু করে তারা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু নথি। সতেরোটি মামলায় সব মিলিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৩২ জনকে। 
অনেক ধরেই বিভিন্ন জায়গা থেকে সিআইডি অভিযোগ পাচ্ছিল যে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বেআইনি লটারির রমারমা কারবার চলছে। সকাল থেকেই এই সমস্ত লটারির দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। বেআইনি লটারির কারবারিরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। জাল এই লটারির কারণে সরকারের কোটি কোটি টাকার রজস্ব ক্ষতি, হচ্ছে। সরকারকে রাজস্ব না দিয়ে, বেআইনি লটারির কারবারিরা বছরখানেকের মধ্যে বিপুল পরিমাণ টাকার মালিক হচ্ছে। নামে-বেনামে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছে তারা। তার ভিত্তিতে গোটা রাজ্যে ১৭টি কেস রুজু করে সিআইডি। সেসব মামলাতেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যায় জোরদার তল্লাশি। গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে কয়েকজন কারবারিও রয়েছে। জানা যাচ্ছে, এক একটি জেলায় কয়েকশো জাল লটারির কাউন্টার তৈরি হয়েছে। এই বেআইনি লটারি চালাতে স্থানীয় থানার একাংশের মদত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। আরও অভিযোগ, প্রতিমাসে তাদের কাছে ভেটও পৌঁছে যেত। দিনের পর দিন  এই বেআইনি কারবার চললেও  কেন ব্যবস্থা নেয়নি স্থানীয় থানা, উঠেছে সেই প্রশ্নও। যাঁরা এই কাজে মদত দিয়েছেন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সিআইডি সক্রিয় হওয়ার পরই বেআইনি এই লটারির কারবারিরা দোকান বন্ধ করে গা ঢাকা দিতে শুরু করেছে।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা