রাজ্য

‘সময় নষ্ট’, বঙ্গ বিজেপির সঙ্গে আলাদা বৈঠকে আগ্রহী নয় শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবারের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির ভরাডুবি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্থির করে দেওয়া আসন জয়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারেনি রাজ্য বিজেপি। বরং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের থেকেও এবার বাংলায় ছ’টি আসন কম জিতেছে বিজেপি। ফলে সার্বিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির উপর রীতিমতো ক্ষুব্ধ দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় পার্টিতে অসন্তোষ তৈরি হয়েছে বাংলায় দলের বেহাল সংগঠন নিয়েও। আর এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, এই মুহূর্তে বঙ্গ বিজেপির সঙ্গে আলাদাভাবে বৈঠক করলে আদতে তা সময় নষ্টই হবে। যার ফলে সম্ভাবনা থাকলেও সংসদের বিশেষ অধিবেশনের এই পর্বে আলাদাভাবে বঙ্গ বিজেপির সঙ্গে আর কোনও বৈঠক করছে না কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে এ খবর জানানো হয়েছে। সামগ্রিক বিষয়টিকেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলের মত, এহেন ঘটনাক্রম বঙ্গ বিজেপির জন্যও যথেষ্ট উদ্বেগজনক। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেনি বিজেপি। তবে দলের এক এমপি জানিয়েছেন, ‘যেহেতু সাংসদরা দিল্লিতেই আছেন, তাই মনে করা হয়েছিল যে বিশেষ অধিবেশন পর্বের মধ্যেই তাঁদের নিয়ে বৈঠক করবেন জেপি নাড্ডা। সেরকম ইঙ্গিতও দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত তেমন কোনও বৈঠক হবে না বলেই শুনতে পাচ্ছি।’ যদিও এর মধ্যে কোনও রাজনৈতিক কিংবা সাংগঠনিক জটিলতা নেই বলেই মনে করছে বঙ্গ বিজেপির একাংশ। দলীয় সূত্রের ব্যাখ্যা, ‘আগামী মাসেই রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক হবে। সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতাও থাকবেন। তাই আলাদা করে আর কোনও মিটিং হবে না।’
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা