রাজ্য

ডিআই অফিসের ঢিলেমিতে বকেয়া পড়ে লক্ষাধিক টাকা, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকেয়া পড়ে থাকা লক্ষাধিক টাকা পাওয়ার প্রত্যাশায় মাসের পর মাস বসে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মাদ্রাসা শিক্ষকরা। সূত্রের খবর, মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে ওই টাকা তিন মাস আগে ছেড়ে দেওয়া হলেও শিক্ষকরা তা হাতে পাননি এখনও। এর জন্য দক্ষিণ ২৪ পরগণা জেলার ডিআই অফিসকে কাঠগড়ায় তুলছেন ভুক্তভোগীরা। ডিআই অবশ্য তাঁদের তরফে গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে মাদ্রাসাগুলির তরফে কাগজপত্র সঠিকভাবে না আসাকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন।
কয়েকশো ভুক্তভোগী শিক্ষকের বিভিন্ন কারণে বেতনের টাকা বকেয়া রয়েছে। একসময় শিক্ষাদপ্তর ওডিএল পদ্ধতিতে স্কুলশিক্ষকদের মতো মাদ্রাসা শিক্ষকদেরও শিক্ষক শিক্ষণের প্রশিক্ষণ দিয়েছিল। তার আগেই যাঁদের ইনক্রিমেন্ট আটকে গিয়েছিল, তা স্কুলশিক্ষা দপ্তরের মতোই ছেড়ে দেয় সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা উন্নয়ন দপ্তর। সেই টাকা তো রয়েছেই। এছাড়া, ১৮ বছরের বেনিফিট (একটি ইনক্রিমেন্ট), দেরিতে চাকরির কনফার্মেশন প্রভৃতি খাতেও অর্থ বকেয়া রয়েছে শিক্ষকদের। মাদ্রাসা এডুকেশনের ডিরেক্টর আবিদ হোসেন জানিয়েছেন, বহু আগেই এই অর্থ ছেড়ে দেওয়া হয়েছে। সুফিয়ান পাইক নামে এক মাদ্রাসা শিক্ষক বলেন, ‘আমরা অনেকেই একাধিকবার নথি জমা করেছি। তাও হয়রান করা হচ্ছে। লাস্ট ইনক্রিমেন্ট সহ অন্যান্য বকেয়া অর্থ যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয়, তার জন্য ডিআই দপ্তরে আবেদন জানিয়েছি।’ লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে, এমন শিক্ষকদের একাংশ ডিআই অফিসের কিছু কর্মীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও তুলেছেন। বিলম্ব প্রসঙ্গে ডিআই জয়ন্তী জানা বলেন, ‘টাকা ছাড়ার কাজ চলছে। কেন দেরি হচ্ছে, তা শিক্ষক ও মাদ্রাসাগুলিকে জানানো হয়েছে। আজও ফোন করে কাগজপত্র চাওয়া হয়েছে।’ মাদ্রাসা শিক্ষকদের একাংশের দাবি, স্কুলশিক্ষকদের কাজে এই দেরি করতে পারে না ডিআই অফিস। কারণ, তাঁরা সংখ্যায় বেশি। মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রেই গড়িমসি বাড়ে। তাছাড়া, ডিআই অফিসের কর্মীরা মূলত শিক্ষাদপ্তরের অধীনে থাকায় মাদ্রাসার চাপ তাঁরা বাড়তি বলে মনে করেন। সেই কারণেও কাজে ঢিলে দিয়ে থাকেন।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা