রাজ্য

রাজ্যের নাম বাংলা করার জোরালো আওয়াজ তুলতে চায় তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের মধ্যে সাংসদ সংখ্যার বিচারে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। কিন্তু তাদের ২৯ জন সাংসদকে শপথ নিতে হবে সবার শেষে! কারণ, রাজ্যের নাম পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন লড়াই চালালেও তা হয়নি। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনে সায় দেয়নি এখনও। ফলে নামের গোরোয় পড়েই রাজ্যের সাংসদদের শপথ নিতে হবে সবার শেষে। এই অবস্থায় তৃণমূল বলছে, সাংসদ সংখ্যার হিসেবে তারা এবার অনেক বেশি শক্তিশালী। তাই পশ্চিমবঙ্গের নাম বাংলা করার বিষয়ে আওয়াজ আরও জোরালো হবে। 
তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সাংসদদের শপথ পর্ব সবার শেষে। রাজ্যের ইংরেজি বানানের আদ্যক্ষর অনুযায়ী শপথের পালা লোকসভায় তৃণমূলের উপ দলনেতা কাকলি ঘোষদস্তিদার বলেন, ‘আমরা বাংলাতেই শপথ নেব। আর বাংলার জন্য এবার আমাদের গর্জন আরও বেশি হবে।’ লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৪ না ২৫ তারিখ, কোন দিন শপথ গ্রহণ হবে, তা এখনও স্পষ্ট নয়।’ 
এই ধরনের সমস্যা এড়াতে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। দিল্লিতে তা পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন, ‘ওরা যা যা ব্যাখা চেয়েছে, সব আমরা দিয়েছি। তাও রাজ্যের নামটা বাংলা করতে অনুমোদন দিচ্ছে না। রাজ্যের নাম বাংলা হলে এখানকার ছেলেমেয়েরা সর্বভারতীয় প্রতিযোগিতা ও পড়াশোনার ক্ষেত্রে সুযোগসুবিধা পাবে।’ তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, ‘রাজ্যের নাম বাংলা হোক, সেটা আমরা সবাই চাই। সংসদে সময়মতো আমরা এই দাবি পেশ করব।’ দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বলেন, ‘বাংলার জন্য এত লড়াই আমাদের। বাংলা নাম নিয়েও আমরা আওয়াজ তুলব। আর শপথ নেব বাংলা ভাষায়।’
5d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা