এবার অভিযাত্রী ক্লাবে থিম নারী জাগরণ, নিউটাউনে ডিজনিল্যান্ড

গোপাল সূত্রধর, পতিরাম: বালুরঘাট শহরে বিগ বাজেটের অন্যতম পুজো অভিযাত্রী ক্লাবের। এবার তাদের থিম নারী জাগরণ। পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে নানা রকম মডেলের সাহায্যে কাল্পনিক মণ্ডপ তৈরি করা হয়েছে। বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত এই পুজোয় ব্যাপক ভিড় থাকে। এবারও পঞ্চমী থেকে সেই ছবি দেখা যাচ্ছে। দশমীতে বিসর্জনে থাকছে বিশেষ আকর্ষণ। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের টিম আসছে। থাকবে মণিপুরী নৃত্য, নবদ্বীপের সংকীর্তনের দল, গঙ্গা আরতির টিম, মুরগি ড্যান্স, ভূতের নৃত্য। এর সঙ্গে একাধিক ব্যান্ড আনা হচ্ছে। 
ক্লাবের সভাপতি বিপ্লব দেব বলেন, প্রতি বছর ক্লাব প্রাঙ্গণে ব্যাপক ভিড় হয়। এবারও সেই একই চিত্র দেখা যাচ্ছে। আমরা সামাজিক কাজ করছি। 
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ক্লাব নিউটাউন। সেখানে থিম ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। ওই আদলেই পুরো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। ভিতরে শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে নানা মডেল। ক্লাবের বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। সঙ্গে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা ও প্রতিমায় বিশেষ চমক। ক্লাবের সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, প্রতিবছর বালুরঘাট তথা জেলাবাসীকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এবছর ডিজনিল্যান্ড করা হয়েছে। প্রচুর মানুষ আসছেন। শিশুরা এখানে দীর্ঘ সময় কাটাচ্ছে। আগামী কয়েকদিন ভিড় কয়েক গুণ বাড়বে। বালুরঘাটের শিবতলী ক্লাবেও পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে করা হয়েছে মণ্ডপ। তাদের থিম প্রকৃতির পুনঃসৃজন। ফেলে দেওয়া সামগ্রী, লতাপাতা, গুল্ম, ঘাস, কাশফুলের অংশ, মরা গাছের কাণ্ড, ফলমূলের খোসা সহ নানা পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে এই মণ্ডপ হয়েছে।  
পুজো কমিটির সম্পাদক প্রীতম রাম মণ্ডল। তিনি তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি। তাঁর কথায়, পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই আমাদের মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রকৃতির প্রত্যেকটি জিনিস যে কাজের, তা এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে। সাবেকি প্রতিমার পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা