কোথাও বাঁধা থাকে দেবী, কোথাও দেওয়া হয় বেল, নানা রীতি জঙ্গিপুরের বাড়ির পুজোয়

সংবাদদাতা, জঙ্গিপুর: বারোয়ারি পুজোর পাশাপাশি জঙ্গিপুরে এবারও একাধিক ঘরোয়া পুজো অনুষ্ঠিত হচ্ছে। হাতে সময় আর মাত্র কয়েকটা দিন। ফলে, প্রতিটি পরিবারে চূড়ান্ত ব্যস্ততা। কোনও বাড়িতে চলছে ঠাকুরের গায়ে রঙের প্রলেপ দেওয়া, তো কোথাও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বহু প্রাচীন জঙ্গিপুরের মহাবীরতলার সিংবাড়ির পুজো। জমিদার চেতলাল সিং প্রায় সাড়ে তিনশো বছর আগে এই পুজোর সূচনা করেন। সিংবাড়ির বিশাল প্রবেশদ্বারের পাশেই প্রাচীনকালে নির্মিত কারুকার্য মণ্ডিত মায়ের মন্দির। মায়ের মন্দিরের পাশেই বহুপুরানো কাঁটাবিহীন বেলগাছ ছিল। গাছ থেকে বেল পড়লে তবেই শুরু হতো সন্ধি পুজো। সন্ধিপুজোর সময় যে বেলটি পড়ত সেটিই দেওয়া হতো মায়ের ভোগে। সিংবাড়ির সদস্য উদয় শঙ্কর সিং বলেন, পূর্বপুরুষদের সময় মন্দিরের পাশে থাকা বেলগাছ থেকে বেল পড়ার পড়লে পুজো হতো। তবে সেই বেল গাছটি মরে গিয়েছে। তবু ঐতিহ্য মেনে আজও মায়ের ভোগে বেল দেওয়া হয়। 
অন্যদিকে, ১১৬বছরের প্রাচীন নায়েব বাড়ির পুজো। নায়েব অঘোর নাথ মুখোপাধ্যায় নদীয়া জেলা থেকে কর্মসূত্রে জঙ্গিপুরে আসেন। পরবর্তীতে তাঁর উত্তরসূরি অম্বিকা চরণ মুখোপাধ্যায় বাড়িতে দুর্গা পুজো শুরু করেন। সেই থেকে আজও দুর্গাপুজো হয়ে আসছে। নায়েব বাড়ির সদস্য পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, বর্তমানে চার তরফে এই পুজো করা হয়। পুরনো প্রথা ও রীতি মেনে এখনও পশুবলির প্রচলন আছে। তিনি বলেন, অঘোর নাথ মস্ত জমিদার ছিলেন। বর্তমানে নায়েবের বংশধরদের তেমন সম্পত্তি আর নেই। 
অপরদিকে, আনুমানিক সাড়ে চারশো বছর আগে দুর্গাপুজো শুরু হয় জঙ্গিপুরের ঘোষাল বাড়িতে। পুজো শুরু করেছিলেন গয়ামুনি বৈষ্ণবী। জঙ্গিপুর বাবুবাজারের গয়ামুনি বৈষ্ণবীর দুর্গাপুজোই গোঁসাই বাড়ির পুজো বলে খ্যাত। পরে সেই পুজো ‘ঘোষাল বাড়ির পুজো’ বলে পরিচিতি লাভ করে। পঞ্চমীর দিন দেবীদুর্গাকে তোলা হয় বেদীতে। তারপর প্রতিমাকে পিছন থেকে বড় লোহার শিকল বেঁধে ফেলা হয়। ঘোষাল পরিবারের সদস্য গৌতম ঘোষাল বলেন, পরিবারের বিশ্বাস, সন্ধিপুজোর সময় দেবী জীবন্ত হয়ে ওঠেন। আস্তে আস্তে দেবী সামনের দিকে এগিয়ে আসতে থাকেন। দেবী যাতে ঘোষাল বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে না পারেন, তার জন্যই শিকল বেঁধে রাখা হতো। সেই রীতি মেনে এখনও পুজো হয়ে চলেছে। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা