পুরুলিয়ার ছৌ-এর সাজে দুর্গা, মণ্ডপে আলপনা গ্রাম, থিমের টক্কর নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়ায়

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কলকাতাকে টেক্কা দিতে জোরকদমে পুজোর আয়োজন চলছে নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়ায়। কোথাও তুলে আনা হয়েছে পুরুলিয়ার আলপনা গ্রাম, কোথাও হ্যারি পটারের সিক্রেট চেম্বার, কোথাও আবার আরশিনগর, সেন্ট পিটার্সবার্গের গির্জা বা রাজবাড়ি।
নৈহাটি গরিফা যুব সঙ্ঘ ক্লাবের ৫২ তম বর্ষের থিম আরশিনগর। পুজোর এক কর্তা সুশান্ত সরকার বলেন, বাউল তত্ত্বের উপরে আরশিনগর তৈরি করা হয়েছে। লালন ফকিরের চিন্তাতে বাউল সাধনা ও সঙ্গীতের গূঢ় রহস্য নিয়ে মণ্ডপসজ্জা ও প্রতিমা করা হয়েছে। হালিশহর বলাকা শিশু মহলের ৩৪ তম বর্ষের থিম ‘পুরুলিয়ার ছৌ এল, দেখতে চল’। অব্যবহৃত ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হচ্ছে তাদের মণ্ডপ। ওই তালিকায় রয়েছে গাছের শুকনো ডাল, পাতা, ভুট্টার খোলা, মাটির চায়ের ভাড় ইত্যাদি। এছাড়াও মণ্ডপ তৈরিতে কাজে লাগানো হচ্ছে বাঁশ, চট, তালপাতা, বিচালি সহ আনুষঙ্গিক সামগ্রী। মূল মণ্ডপের ভিতরে ঢুকলেই চোখে পড়বে পুরুলিয়ার আলপনা গ্রামের মতো চিত্র। সেখানে অশুভ শক্তির বিনাশের ছবি যেমন শোভা পাচ্ছে, তেমনই শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্তের ছবিও তুলে ধরা হয়েছে। অন্যতম আকর্ষণ হল, পুরুলিয়ার ছৌ-এর সাজে মায়ের রূপ। পুজোর কর্তা হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, মণ্ডপ জুড়ে পুরুলিয়ার গ্রাম্য চিত্র, আলপনা গ্রাম দেখা যাবে। 
হালিশহর বাগমোড়ের ত্রিপর্ণের পুজো এবার ৬২ বছরে পড়ল। তাদের এবারের থিম ‘হ্যারি পটার’। লোহা, ফাইবার, বাঁশ, কাঠ, ফোম দিয়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন মণ্ডপ। মূল মণ্ডপের ভিতরে হ্যারি পটারের সিক্রেট চেম্বারের ছবি তুলে ধরা হয়েছে। ফাইবারের হ্যারি পটারের সঙ্গে মণ্ডপ জুড়ে রয়েছে অসংখ্য সাপ। পুজো উদ্যোক্তা কাউন্সিলার প্রবীর সরকার বলেন, এবারও আমাদের মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়ছে। মানুষের ভিড় উপচে পড়েছে। হালিশহরেরই চৈতালি সঙ্ঘের পুজো এবার ৬৭তম বর্ষে পড়ল। তারা তৈরি করেছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। প্রতিমা রাজস্থানি ঘরানায়। পুজোর এক কর্তা অভিজিৎ দাস বলেন, সোমবার উদ্বোধন হওয়ার পর থেকে ভিড় উপচে পড়েছে।  
কাঁচরাপাড়া লিচুবাগান নবাঙ্কুর ক্লাবের পুজোও জোর দিয়েছে থিমে। ৫৩ তম বর্ষে তাদের এবারের মণ্ডপ তৈরি হচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি গির্জার আদলে। ফাইবার গ্লাস, প্লাইউড, ফাইবার মোল্ড দিয়ে কাজ চলছে মণ্ডপ তৈরির। প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকলেই নজরে আসবে দেওয়াল জুড়ে নব দুর্গার চিত্র। পুজো কমিটির সাধারণ সম্পাদক রবি ঘোষের কথায়, এবার পুজোয় তাদের মণ্ডপের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পূর্ব মেদিনীপুরের মহিষাদলের শিল্পী সুভাষ জানার হাতে তৈরি টেরাকোটার মাতৃ প্রতিমা।
বিশ্বনাথ স্মৃতি সঙ্ঘের ৭৫ বছরের থিম প্রাচীন রাজবাড়ি। প্লাই, কাঠ, বাটাম, ফোম ইত্যাদি দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। সামনে খোলা বড় দালান থেকে শিবমন্দির, তুলসি মন্দির, জলসার জায়গা– সবই রয়েছে। পুজো উদ্যোক্তা মলয় ঘোষ বলেন, রোজই থাকবে লাইভ জলসার আসর।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা