‘পা মচকাতে আপনাদের পুজোয় যাব?’ আকড়ার রাস্তা নিয়ে ব্যঙ্গ নেটিজেনদের

বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: ‘মহেশতলার আকড়া অঞ্চলের পুজো দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাই সুধীজনদের’- ফেসবুকে এই আহ্বান জানিয়েছিল বিভিন্ন পুজো কমিটি। তার উত্তর দিয়েছেন নেটিজনেরা। কেউ বলছেন, আমন্ত্রণ করেছেন বলে আনন্দিত। কিন্ত আপনাদের মন্ডপে যাওয়ার রাস্তার হাল কি দেখেছেন? কেউ ব্যঙ্গ করে বলেছেন, আগে রাস্তা সংস্কারের জন্য তদবির করুন। তারপর আমন্ত্রণ জানাবেন। কেউ বলেছেন, পা মচকানোর জন্য আপনাদের প্রতিমা দেখতে যাব কেন?
আকড়া উৎসব সমন্বয় কমিটির মুখপাত্র প্রবীর সরকার বলেন, আমরা অনেকেই ফেসবুকে দর্শকদের আসার আমন্ত্রণ জানিয়ে পোস্ট করেছিলাম। তাতে এইসব কমেন্ট এসেছে। আরও অনেক সমালোচনা হয়েছে। তবে এমন সব কমেন্টস দেখে আমরা আহত বোধ করছি না। কারণ, এই অঞ্চলের বাস্তব চিত্র এটাই। সম্প্রীতি উড়ালপুলের নীচে জিঞ্জিরা বাজার থেকে বাটা পর্যন্ত রাস্তা খুব ভাল।  কিন্ত তার সঙ্গে সংযোগকারী একাধিক রাস্তা ভেঙে শোচনীয় অবস্থা।
প্রবীরবাবু বলেন, সত্যি এমন রাস্তা দিয়ে কীভাবে হাঁটা সম্ভব? আকড়া স্টেশন রোড, ডাকঘর মোড় থেকে পুরাতন বাজার হয়ে আকড়া ফটক তিন কিলোমিটার একেবারে চলার অযোগ্য । এছাড়াও প্রতিটি ওয়ার্ডের একাধিক রাস্তাতে গর্ত। পুজো নিয়ে পুরসভা, পুলিস ও প্রশাসনের একাধিক বৈঠক হয়েছে। সেখানে প্রতিটি পুজো কমিটি থেকে এই সব বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে দফায় দফায় বলা হয়েছে। কিন্ত সেইভাবে কোনও সুফল পাওয়া যায়নি। আমরাও এনিয়ে উদ্বেগে আছি। মহেশতলা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, আমাদেরও নজর আছে এদিকে। এ নিয়ে পরিকল্পনাও হয়ে আছে। কোথাও কোথাও ঝামা দেওয়ার কাজ হয়েছে। বৃষ্টির কারণে সব জায়গাতে কাজে হাত দেওয়া যাচ্ছে না। তবে ষষ্ঠীর ভিতর সব রাস্তা সংস্কার হয়ে যাবে। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা