চীনের স্বর্গমন্দিরের আদলে পুজোমণ্ডপ কাটোয়ার জাজিগ্রাম নবোদয় সঙ্ঘের

সংবাদদাতা, কাটোয়া: জেলার বিভিন্ন মহকুমা শহরেও এখন পুজোর জৌলুস বাড়ছে। যেমন কাটোয়ায় বিভিন্ন বিগ বাজেটের পুজোয় এবার থিমের ছড়াছড়ি। এখানকার জাজিগ্রাম নবোদয় সঙ্ঘ এবার চীনের ‘টেম্পলস অব হেভেন’-এর আদলে মণ্ডপ সাজিয়ে তুলেছে। প্লাস্টিক বোতল, কৌটো, ঝুড়ি দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার মধ্যে মণ্ডপ গড়ে তুলতে জোরকদমে কাজ চলছে।
চীনের স্বর্গ মন্দিরের আদলে তৈরি মণ্ডপে নানা সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের চূড়া থেকে শুরু করে ভিতরে-কোথাও এই নকশার কাজ বাদ যায়নি। ক্লাবের সদস্যরা জানান, প্লাস্টিকের ছোট ছোটো বোতল, কৌটো, ঢাকনা-এসবই নকশা তৈরিতে ব্যবহার হয়েছে। নবোদয় সঙ্ঘ বরাবরই পুজো আয়োজনে নজর কাড়ে। ক্লাবের সম্পাদক সমীর মাঝি বলেন, আমরা প্রতি বছর থিমের মাধ্যমে নানা শিল্পকর্ম তুলে ধরি। এবারও সেরকম নিপুণ শিল্পকর্ম তুলে ধরছি। চীনের স্বর্গমন্দিরের আদলে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। প্রায় ২২ লক্ষ টাকা বাজেট রয়েছে। পুজোর চারদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আশা করছি, এবারও আমাদের মণ্ডপসজ্জা দর্শনার্থীদের মন জয় করে নেবে।এর আগে এই ক্লাব রামায়ণের সীতাহরণ থিম করে তাক লাগিয়ে দিয়েছিল। কাল্পনিক মন্দিরের গায়ে রামায়ণের সীতাহরণ ও তাঁর উদ্ধারের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল। সেই মণ্ডপসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছিল। এবারও যে নবোদয় সঙ্ঘের মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়বে, সেটা বলাই বাহুল্য।-নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা