বিবাদী নাট্য সংস্থার থিম মাটির ঘরে মা ক্ষুদিরামপল্লি স্পোর্টিংয়ে দেখা যাবে গ্রামবাংলা

শ্যামল পাল, বাগডোগরা: গ্রামবাংলা ও মাটির ঘরে মা-বাগডোগরার পুজোয় এবারের বিশেষ আকর্ষণ। বাগডোগরা বিবাদী নাট্য বহুমুখী সংস্থার পুজো হচ্ছে বাগডোগরা চিত্তরঞ্জন প্রাইমারি জিএসএফ বিদ্যালয়ের মাঠে। ৪৭তম বর্ষে তাদের থিম মাটির ঘরে মা। মাটির ঘট, প্রদীপ ও নানা সামগ্রী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ।  পুতুলের সাজে প্রতিমা গড়া হচ্ছে।
বহুবছর ধরে বিভিন্ন থিমে বাগডোগরাবাসীর মন কেড়েছে এই পুজো। এবারও মাটি দিয়ে তৈরি নানা সামগ্রীকে কাজে লাগিয়ে বিশেষ চমক দিতে চলেছেন শিল্পীরা। পুতুলের সাজে প্রতিমা ও মাটির ঘরে মা এবার সকলের মন কাড়বে বলে আশাবাদী কমিটির সদস্যরা। সোমবার কমিটির পক্ষ থেকে অজিত দেবনাথ বলেন, ষষ্ঠীতে আমাদের পুজোর উদ্বোধন হবে। পুতুলের সাজে প্রতিমা ও মাটির ঘরে মা নামক এই পুজো মণ্ডপ সকলের মন কাড়বে বলে আমরা আশাবাদী। 
অপরদিকে, বাগডোগরা ক্ষুদিরামপল্লি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ৫২তম বর্ষের থিম গ্রামবাংলা। পুজো মণ্ডপে এলে গ্রামের আমেজ উপভোগ করতে পারবেন দর্শকরা। কাপড়, খড়, বাঁশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। এদিন কমিটির সম্পাদক স্বাগত ঘোষ বলেন, গ্রাম বাংলাকে পুজোর মাধ্যমে ফুটিয়ে তুলতে আমরা এই থিম রেখেছি। দর্শনার্থীরা আমাদের পুজো মণ্ডপের মাধ্যমে গ্রাম বাংলার মাধুর্য উপভোগ করতে পারবেন। বরাবর আমাদের পুজো বাগডোগরাবাসীর মন কেড়েছে। এবারও আমাদের পুজো সকলের পছন্দ হবে বলে বিশ্বাস। আমরা আকর্ষক আলোকসজ্জা রেখেছি। 
অপরদিকে, বাগডোগরা বিহারমোড় সর্বজনীন দুর্গাপুজোর এবার ৪৭ তম বর্ষ। এদিন পুজো উদ্বোধন হয়েছে। এতদিন বাগডোগরা রেলের মাঠে এই পুজো হয়ে আসলেও এবছর বিহার মোড়ে এশিয়ান হাইওয়ের পাশেই করা হচ্ছে পুজো। কমিটির সভাপতি রবি দেবনাথ বলেন, সোমবার পুজোর উদ্বোধন হল। আজ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আমরা সাধারণ মানুষকেও নানা বিষয়ে সচেতন করব।  বিবাদী নাট্য বহুমুখী সংস্থার মণ্ডপ। - নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা