কাটোয়ার কাঠের পুতুলে নজর কাড়বে ভারত ক্লাব ও ব্যায়ামাগার

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারের ভারত ক্লাব ও ব্যায়ামাগারে এবারের পুজোর থিম কাটোয়ার কাঠের পুতুল। ছোটো, বড়, মাঝারি-নানা আকারের পুতুল দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। মণ্ডপের সঙ্গে সাযূজ্য রেখে প্রতিমা গড়েছেন শিল্পী। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন ফালাকাটার শিল্পী। পাড়ার প্রবীণদের দিয়ে পুজো উদ্বোধন, প্রসাদ বিতরণ, বস্ত্রদান করবেন উদ্যোক্তারা।
সোমবার পুজো প্রাঙ্গনে গিয়ে দেখা গেল গড়ে উঠেছে সুদৃশ্য মণ্ডপ। ভারত ক্লাব ও ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ পিনাকী চৌধুরী বলেন, আমাদের এবারের থিম কাটোয়ার কাঠের পুতুল। এই থিমকে সামনে রেখে প্রায় দেড় মাস ধরে মণ্ডপটি গড়ে তোলা হচ্ছে। নানা সামগ্রী দিয়ে প্রায় ৫০০ ছোটো-বড় পুতুল তৈরি হয়েছে। আশা করছি, এই থিম দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ভারত ক্লাব ও ব্যায়ামাগারের পুজোর এবার ৬৬ বছর। বাজেট প্রায় সাড়ে নয় লক্ষ টাকা। গুঞ্জবাড়ির পদ্ম দিঘি সংলগ্ন শহরের পুরানো এই পুজোর মণ্ডপটি প্রায় ৩৫ফুট উঁচু এবং ৩০ফুট চওড়া। বাঁশ, কাঠ, কাগজ দিয়ে মণ্ডপটি তৈরি হয়েছে। রাজারহাটের মঞ্জুল খান এই মণ্ডপ গড়ছেন। পুতুল তৈরি হয়েছে ফোম, বাঁশ, প্লাস্টার অফ প্যারিস প্রভৃতি উপকরণ দিয়ে। পুতুল দিয়ে থিম ফুটিয়ে তোলা হয়েছে। কাটোয়ার সমীর ঘোষ এই কাজ করছেন।এখানে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী রমেশচন্দ্র পাল। ১৩ ফুট উচ্চতার প্রতিমা থিমের সঙ্গে সাযূজ্য বজায় রেখে তৈরি হয়েছে।
পুজো মণ্ডপ ও আশপাশের এলাকাকে আলোয় মালায় সাজিয়ে তোলা হচ্ছে। ফালাকাটার আলোক শিল্পী রামচন্দ্র দাস আলোকসজ্জা করছেন। তিনটি বড় গেট, বেশ কিছু এল প্যাটার্নের গেট বসানো হচ্ছে। মঙ্গলবার পুজোর উদ্বোধন হবে। পাড়ার ৮০ বছরের এক প্রবীণ পুজোর উদ্বোধন করবেন। ষষ্ঠীতে বস্ত্র বিতরণ, অষ্টমীতে ভোগ বিতরণ হবে। সবমিলিয়ে এই পুজো দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা