কচুরিপানার আঁশ দিয়ে ১ ইঞ্চির দুর্গা গড়লেন দেবপ্রসাদ

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কচুরিপানার আঁশ দিয়ে এক ইঞ্চির দুর্গা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন পলতা শান্তিনগরের দেবপ্রসাদ মালাকার। এই প্রথম যে তিনি মিনিয়েচার আর্ট তৈরি করছেন এমন নয়। প্রায় ২৪ বছর আগে এই কাজ শুরু করেছিলেন নতুন কিছু করার নেশা থেকে। ২০০৩-’০৪ সালে সবথেকে ক্ষুদ্র, দু’মিলিমিটারের দুর্গা তৈরি করে চমকে দিয়েছিলেন। তারপর থেকে তাঁর হাতের জাদুতে দুর্গার বিভিন্ন রূপে ফুটে উঠছে ছোট আকারে। ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্র দেবপ্রসাদবাবু ফ্রিল্যান্স আর্টিস্ট। অ্যানিমেশনের কাজ করেন, শেখান। সঙ্গে আঁকাও শেখান। এর আগে দেশলাই কাঠি, তুলো, সুতো, পাট, টিস্যু পেপার, টুথ পিক, ধানের খোসা, রবার, চক, তার, বাদামের খোসা, কুমড়োর বীজের খোসা, নারকোল পাতা, সুপারির খোল দিয়ে তৈরি করেছেন দুর্গা। ছোটবেলা থেকে মাটির মূর্তি তৈরির শখ ছিল তাঁর। আর্ট কলেজ থেকে স্নাতক হওয়ার পর মিনিয়েচার তৈরির ইচ্ছা জাগে। ২০০০ সাল থেকে শুরু। সে কাজ এখনও চলছে। এ বছর কচুরিপানার আঁশ দিয়ে তৈরি করেছেন দুর্গা। তিনি জানান, সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে কচুরিপানা শুকিয়ে আঁশ বের করে শাড়ি তৈরির বিষয়টি দেখেন। এরপর সে. পদ্ধতিতে আঁশ বের করে তৈরি করেন এক ইঞ্চির দুর্গা। শিল্পী বলেন, ‘এবছর এ প্রতিমা তৈরি করতে সময় লেগেছে বারো দিনের মতো। দুর্গার চোখ আঁকতে কালো রং, আর আঁশ জুড়তে আঠা। এছাড়া আর কিছুই ব্যবহার হয়নি।’  নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা