গুড়বাড়ি ঘোষ পরিবারের পুজোয় থাকে না মহিষাসুর

অমিত চৌধুরী, তারকেশ্বর: ধনেখালি ব্লকের গুড়বাড়ি ঘোষ পরিবারের হর-পার্বতী পুজো ২৩৬ বছরের পুরনো। রানি রাসমণির দেওয়া টাকায় গড়ে উঠেছিল ঘোষ পরিবারের শিব, নারায়ণ ও দুর্গা মণ্ডপ। এই পরিবারের আরাধ্য দেবতা শিব ও বিষ্ণু। চার হাতের শিব ও দু’হাতের পার্বতী পুজো হয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত। মহিষাসুর থাকে না। ‌একচালা প্রতিমা। সঙ্গে থাকেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও তাঁদের বাহনরা।
১৭৮৮ সালে ঘোষ পরিবারে পুজোর সূচনা করেন রামসাগর ঘোষ। তিনি ছিলেন রানি রাসমণির স্টেটের দায়িত্বশীল এক কর্মী। স্টেটের কাজ ছেড়ে দেওয়ার সময় রানি উপহারস্বরূপ যে অর্থ প্রদান করেন সেই টাকাতেই গড়ে ওঠে জোড়া শিব, বিষ্ণু ও দুর্গা মণ্ডপ। শুরু হয় জমিদারি। দুর্গার আরাধনা হলেও এই পুজোয় প্রাধান্য পান মহাদেব। নিত্য পুজো হয় ঘোষবাড়ির জোড়া শিব ও বিষ্ণুমন্দিরে। এলাকার মানুষের বিশ্বাস, ঘোষবাড়ির জোড়া শিবলিঙ্গে শিবরাত্রির দিন জল ঢাললে পুণ্য হয়।
এই পরিবারের সদস্য সুধাকর ও হিমাকর ঘোষ বলেন, অন্যান্য জায়গার দুর্গা পুজোর থেকে একটু অন্যরকম হয় এই বাড়ির পুজো। এখানে মহাদেবকে কেন্দ্র করে পুজোর আয়োজন। তারপর শুরু হয় দুর্গাপুজো। মহিষাসুর নেই। দেবীর দু’হাত। মহাদেবের চার হাত। বলি প্রথা নেই। নবমীতে কুমারী পুজো হয়। এই বাড়িতে কালীপুজো হয় না। আগে নারায়ণ সেবার আয়োজন করা হতো। আর্থিক কারণে এখন তা হয় না। জমিদারি নেই। পরিবারের বেশিরভাগ সদস্য কর্মসূত্রে বাইরে থাকেন। আর্থিক অনটনের মধ্যেই চলছে প্রাচীন এই পুজো। জাঁকজমকের ঘাটতি হয়েছে। তবে নিষ্ঠা আগের মতই। বহু জমিদার পরিবারে কয়েকশো বছরের পুরনো পুজো আর্থিক কারণে চালাতে সমস্যা হয়। সরকারিভাবে ক্লাবগুলির পাশাপাশি যদি এই ধরনের প্রাচীন পারিবারিক পুজোগুলিকে আর্থিক সাহায্য করা হয় তাহলে উপকৃত হব। জাগ্রত এই দেবী দর্শনে প্রতিবছর বহু মানুষের ভিড় হয়।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা